More
    Homeঅনান্যBangiya sarno shilpi samity অসহায় স্বর্ণ শিল্পীর পরিবারের পাশে দাঁড়াল বঙ্গীয় স্বর্ণ...

    Bangiya sarno shilpi samity অসহায় স্বর্ণ শিল্পীর পরিবারের পাশে দাঁড়াল বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা।

    মালদা, ১৫ মে:-  অসহায় স্বর্ণ শিল্পীর পরিবারের পাশে দাঁড়াল বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা (Bangiya sarno shilpi samity )। উপস্থিত ছিলেন, বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির (Bangiya sarno shilpi samity ) সম্পাদক উজ্জ্বল সরকার, যুগ্ম সম্পাদক সুনীল হালদার, কোষাধক্ষ্য প্রদীপ বর্মন সহ অন্যান্য সদস্যরা। রবিবার দুপুর একটা নাগাদ মালদা শহরের ফুলবাড়ী এলাকায় স্বর্ণ ভবনে অসহায় স্বর্ণ শিল্পীর স্ত্রীর হাতে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। উল্লেখ্য মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি সোনার দোকানে কাজ করতেন শিল্পী তাপস পাল (৫০)।বাড়ি পুরাতন মালদার মহানন্দা কলোনি এলাকায়। গত দুই মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
    তার ডান পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। চিকিৎসকেরা আরও একবার অস্ত্র পচারের কথাও বলেছেন। এই অবস্থায় খুব কষ্টে দিন কাটছে পরিবারের। স্বর্ণ শিল্পীর স্ত্রী অর্চনা পাল জানান,স্বামী অসুস্থ হওয়ার পর প্রথমে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে একবার অস্ত্র পচার করা হয়।

    আরও একবার পা কাটাতে হবে বলে জানান চিকিৎসকরা। অর্থের অভাবে নার্সিংহোম থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ির এক মাত্র রোজগেরে স্বামী। বাড়িতে রয়েছে দুই মেয়ে তার মধ্যে এক মেয়ে প্রতিবন্ধী। এই অবস্থায় অর্থ এবং খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়িয়েছেন বঙ্গীয় স্বর্ণ শিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির (Bangiya sarno shilpi samity ) সম্পাদক উজ্জল সরকার বলেন, একজন স্বর্ণশিল্পী মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় একটি সোনার দোকানে কাজ করতেন। এখন তার শারীরিক অবস্থা খুব খারাপ। অসহায় অবস্থায় রয়েছে পরিবার। এই অবস্থায় সংগঠনের সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কিছু খাদ্য সামগ্রী তুলে ধরা হয় অসুস্থ স্বর্ণশিল্পীর স্ত্রীর হাতে। আগামী দিনে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments