More
    Homeঅনান্যBarackpur বারাকপুরের বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের গুলি, আহত 2,এলাকায় উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ।

    Barackpur বারাকপুরের বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের গুলি, আহত 2,এলাকায় উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ।

    Today Kolkata:- বারাকপুর (Barackpur) ওয়ারলেস সংলগ্ন একটি প্রসিদ্ধ বিরিয়ানির দোকানে 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে 5 রাউন্ড গুলি চালায়। দোকানের দুজনের কারিগরের শরীরে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় সেই দুই কর্মীকে বারাকপুরের (Barackpur) বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এলাকায় দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    Barackpur বারাকপুরের বিরিয়ানির দোকানে দুষ্কৃতীদের গুলি, আহত 2,এলাকায় উত্তেজনা,ঘটনাস্থলে পুলিশ।

    MORE NEWS – Incident of Theft চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট এলাকায়।

    মালদাঃ- রবিবার ফের ভর সন্ধ্যায় চুরির ঘটনায় (Incident of Theft) তিব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের বামনগোলার পাকুয়াহাট এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বামনগোলা থানার পাকুয়াহাট একাকার ডাক বাংলো পাড়ায় সোনালি বাগচীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় (Incident of Theft) তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন দুপুরে পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বাড়িতে যান। সন্ধায় বাড়ি ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা ঘরের ভিতর আলমারি জিনিস পত্র ওলোট পালোট। পুলিশে খবর দিলে বামনগোলা থানার পুলিশ ঘটনস্থলে এলে পুলিশ কে বিক্ষোভ দেখান বাসিন্দারা। নগদ ৫হাজার টাকা সহ বেশ কয়েক ভরি স্বর্ণালংকার খোয়া যায় বলে অভিযোগ। CONTINUE READING

    MORE NEWS – Buddha Purnima বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, বুদ্ধ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন।

    মালদা, ১৬ মে:-  বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষে বুদ্ধ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন। মালদা জেলায় এই প্রথম তৈরি হলো বুদ্ধমন্দির। ইংরেজবাজার ব্লকের যদুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় বুদ্ধ পূর্ণিমা (Buddha Purnima) উপলক্ষে ঘটা করে উদ্বোধন করা হয় বুদ্ধ মন্দিরের। ত্রিপুরা থেকে আগত এক বৌদ্ধ ভিক্ষুক সেখানে পূজার্চনা করেন। বুদ্ধমূর্তি স্নান করিয়ে প্রদীপ প্রজ্জলন করে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এ ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস, মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, মন্দিরের উদ্যোক্তা উপেন্দ্রনাথ বিশ্বাস, রমেন রবিদাস সহ অন্যান্যরা। CONTINUE READING

    Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    বাড়িতে ঢুকে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments