More
    Homeখবরগুজরাতে এবারও পদ্মরাজ! ১২ ডিসেম্বর শপথ নেবেন ভূপেন্দ্রর।

    গুজরাতে এবারও পদ্মরাজ! ১২ ডিসেম্বর শপথ নেবেন ভূপেন্দ্রর।

    Today Kolkata:- এবারও ক্ষমতা ধরে রাখল পদ্মশিবির। গুজরাত বিধানসভা নির্বাচনে অব্যাহত পদ্মরাজ। পদ্মের ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল কংগ্রেস। রেকর্ড আসনে জিতে গুজরাতে আবারও সরকার গড়ছে বিজেপি। ১২ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। জানা গিয়েছে, সেদিন দুপুর ২টোয় শপথ নেবেন তিনি। অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন রাজ্য বিজেপি প্রধান সিআর পাটিল।

    নিজের আসন ঘাটলোদিয়া থেকে এক লাখের বেশি ভোটে জয় হাসিল করেছেন ভূপেন্দ্রভাই পটেল। বিক্রমনগরে আপ প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নাগাড়ে টক্কর দেওয়ার পরে শেষে জয় ছিনিয়ে নিয়েছেন হার্দিক প্যাটেলও। অন্যদিকে, জামনগর উত্তর থেকে জয়ী হয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী তথা বিজেপি প্রার্থী রিভাবা জাদেজা।

    ২০২৪-এ লোকসভা নির্বাচন। বলা ভালো তার আগে আজ যেন সেমিফাইনাল হল। আর এই সেমিফাইনালেও মোদী-শাহের রাজ্যে অব্যাহত গেরুয়ার দাপট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, গুজরাতে ১৫৭টি আসনে এগিয়ে বিজেপি। আর ২০-র কোটাও পার করতে পারেনি কংগ্রেস। তুলনায়, কেজরির আম আদমি পার্টির ফল মোটের উপর ভাল। প্রথমবার গুজরাতে লড়ে ঝুলিতে ৪টে আসন ভরতে পেরেছে আপ।

    উল্লেখ্য, ১৯৬০ সাল থেকে গুজরাতে বিধানসভা নির্বাচন হচ্ছে। এর আগে কংগ্রেসের সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স ছিল ১৯৯০ সালে। ১৯৯৫ সালের পরে ২৭ বছর ধরে গুজরাত বিধানসভায় টানা ক্ষমতায় থেকেছে পদ্ম শিবির। এবারে তাঁদের আসন সংখ্যা ২০০২-এর রেকর্ডকেও ছাপিয়েছে। সেবছর ১৮২ আসনের মধ্যে ১২৭ আসন ছিনিয়ে নিয়েছিল বিজেপি।

    গুজরাতে এবারও পদ্মরাজ! ১২ ডিসেম্বর শপথ নেবেন ভূপেন্দ্রর।

    “পুষ্করে স্নান করলে পাপ ধুয়ে যেত” , মুখ্যমন্ত্রীকে নজিরবিহীন কটাক্ষ করলেন বিমান বসু।

    MORE NEWS – আসছে উন্নত প্রযুক্তির নতুন অ্যাম্বুল্যান্স, জিও-আইএলবিএস-এর উদ্যোগ।

    বিভিন্ন ব্যবহারিক স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রের প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে টেলকোর ৫জি স্ট্যান্ড অ্যালোন (এসএ) নেটওয়ার্ক ব্যবহার করতে অভিনব এক পদক্ষেপ করতে চলেছে দুই সংস্থা। গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও এবং ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স (আইএলবিএস)। সম্প্রতি জিও-র নতুন ‘ট্রু ৫জি’ কম লেটেন্স-সহ ইন্টারনেট পরিষেবার ঘোষণা করা হয়েছে। সংস্থা দাবি করেছে, স্বাস্থ্য পরিষেবার বোরোটিক্স চিকিৎসা বা সার্জারি, রিমোট আইসিইউ, আইসিউ অ্যাম্বুল্যান্স, কমিউনিটি ক্লিনিক ইত্যাদি ক্ষেত্রে এই নিরবচ্ছিন্ন ও দ্রুত ইন্টারনেট ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments