More
    HomeখবরBJP Leader Soumendu Adhikari ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে।

    BJP Leader Soumendu Adhikari ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে।

    Today Kolkata:- রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর ভাই সৌমেন্দু অধিকারীরও (BJP Leader Soumendu Adhikari)। ২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে বিজেপি নেতা সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। কাঁথি প্রভাতকুমার কলেজে টেন্ডার দুর্নীতি মামলায় তদন্ত করে পূর্ব মেদিনীপুরের জেলা শাসককে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন। জানা গিয়েছে, সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ, কাঁথি প্রভাতকুমার কলেজের লেডিজ ও বয়েজ হস্টেল বিল্ডিং, লাইব্রেরি ও অধ্যাপকদের জন্য বিল্ডিং-সহ মোট ৬টি বিল্ডিংয়ের বেআইনিভাবে অনুমোদন দিয়েছিলেন। কোনও টেন্ডার ও ওয়ার্ক অর্ডার ছাড়াই ওই বিল্ডিংগুলির অনুমোদন দেন। ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সৌমেন্দু অধিকারী কাঁথি প্রভাতকুমার কলেজের প্রেসিডেন্ট ছিলেন।

    সেই সময় তিনি কাঁথি পুরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি। তখন তিনি এই অনুমোদন দিয়েছিলেন বলে অভিযোগ। এই নির্মাণ ঘিরে প্রায় ২ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। জানা যায়, এই বিষয়ে আবু সোহেল নামে এক ব্যক্তি কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। পরে নিম্ন আদালত সেই অভিযোগের ভিত্তিতে সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর করে মামলা রুজু করে পুলিশ। কিন্ত এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১১ নভেম্বর পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। সারদা মামলা–সহ একাধিক অভিযোগে জর্জরিত অধিকারী পরিবার। তার মধ্যে এই নতুন দুর্নীতির অভিযোগ নিয়ে আদালতের নির্দেশ যথেষ্ট বেকায়দায় ফেলল সৌমেন্দু অধিকারীকে। এমনটাই মনে করা হচ্ছে।

    BJP Leader Soumendu Adhikari ২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সৌমেন্দুর বিরুদ্ধে।

    MORE NEWS – “যত পারো টাচ মি…”, শুভেন্দুর মন্তব্যের খোঁচায় বেলাগাম মদন।

    ‘আমি বলি টাচ মি, টাচ মি, টাচ মি… যত পারো টাচ মি।’ এক অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর ‘ডোন্ট টাচ মাই বডি’ মন্তব্যের প্রেক্ষিতে এইভাবেই খোঁচা দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। উল্লেখ্য, নবান্ন অভিযানের দিন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মহিলা পুলিশকর্মীর উদ্দেশে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা গিয়েছিল, ‘আপনি লেডি। ডোন্ট টাচ মাই বডি।’ শুভেন্দুর এহেন মন্তব্যের প্রেক্ষিতে বিরোধীদল তীব্র কটাক্ষ করতে ছাড়েনি। বুধবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বেলাগাম কটাক্ষ করেন মদন মিত্র। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments