More
    HomeখবরBJP vs Nabanna নবান্নের আড়াই কিলোমিটার দূরেই থমকে গেল বিজেপির মিছিল।

    BJP vs Nabanna নবান্নের আড়াই কিলোমিটার দূরেই থমকে গেল বিজেপির মিছিল।

    Today kolkata:- বোম, ইট, কাঁচের বোতল ছোঁড়া থেকে ভাঙচুর, অগ্নিসংযোগ কোনও কিছুই বাদ যায়নি। বিজেপির নবান্ন (BJP vs Nabanna) অভিযানের মিছিল কিছুটা এগিয়েই হয়ে ওঠে ভয়ঙ্কর। মঙ্গলবার মিছিলের শুরু থেকেই কার্যত রণংদেহী বিজেপি। তবে নবান্ন পর্যন্ত পৌঁছাতে পারল না বিজেপির কোনও মিছিলই। নবান্ন থেকে আড়াই কিলোমিটার দূরেই আটকে থাকল মিছিল। সক্রিয় পুলিশের ব্যারিকেড ভেদ করে এগোতে পারল না। এদিকে হাওড়া ময়দানে ধর্নায় বসেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পল। সাঁতরাগাছিতে রীতিমত তাণ্ডব লীলা চালিয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারীকে আটক করার পরেই তাঁকে ছাড়া যে মিছিল এগিয়ে আসছিল, সেই মিছিল এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলের দিকেই মূলত ‘ভয়ঙ্কর তাণ্ডব’-এর অভিযোগ ওঠে। আটক করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে। গেরুয়া শিবিরের মিছিল আটকাতে পুলিশের পক্ষ থেকে সবরকমভাবে আটকানোর চেষ্টা করা হয়।

    দফায় দফায় কাঁদানে গ্যাস ছোঁড়া, জলকামান ব্যবহার করা হয়েছে। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচের বোতল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে। হাওড়া ময়দান এবং হাওড়া স্টেশনেও ব্যাপক উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এত পরিকল্পনা করেও নবান্নের ধারে কাছে আসতে পারেনি কোনও মিছিলই। বিক্ষোভকারীরা ব্যারিকেড টপকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পুলিশি বাধার মুখে পড়ে ক্রমশ ফাঁকা হয়েছে বিজেপির প্রধান ৩ টি মিছিলের সামনের দিক। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এই মিছিলের অনুমতি নেই। তাই মিছিলকে এগোতে দেওয়া হবে না। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রত্যেকটি মিছিল থেকেই ইট ও পাথর বৃষ্টির অভিযোগ পুলিশের। একাধিক জায়গায় বিজেপি কর্মী ও পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। আহত হয়েছেন অনেক পুলিশ কর্মী ও আধিকারিক। অন্যদিকে বিজেপির দাবি, তাদের একাধিক কর্মীও আহত হয়েছে পুলিশি বাধার মুখে।

    BJP vs Nabanna নবান্নের আড়াই কিলোমিটার দূরেই থমকে গেল বিজেপির মিছিল।

    MORE NEWS – রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান, তার আগেই ট্যুইটে বিস্ফোরক অমিত।

    আর কয়েক ঘণ্টা বাকি। এরপর রাত পোহালেই বিজেপির নবান্ন অভিযান (Nabanna Avijan)। এই কর্মসূচিতে সফল করতে কোমর বেঁধে নেমেছে গেরুয়া শিবির। তবে এই অভিযানের ঠিক আগেই ট্যুইটে বিস্ফোরক বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য৷ অমিত মালব্য লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরদারিতে এসএসসি কেলেঙ্কারি, ব্যাপক দুর্নীতি এবং লুটপাট চলছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments