More
    HomeখবরBody builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    Body builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    মালদা:- বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত মিস্টার এন্ড মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়ে ষষ্ঠ হলেন চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতলের এক স্বাস্থ্যকর্মী। তার পাশাপাশি অনুষ্ঠিত জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করে নেয় লিপিকা দেবনাথ নামে ওই মহিলা। জানা যায় মালদা শহরের দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় একটি জিমে আট মাস থেকে বডি বিল্ডিং এর প্রশিক্ষণ নিচ্ছিলো সে। মালদা থেকে তারা দুজন অংশ নিয়েছিল। জাতীয় স্তরের প্রতিযোগিতায় সে ফার্ড এবং বাপ্পা চৌধুরী নামে আরো একজন সে চতুর্থ হয়েছে। উত্তরবঙ্গে এই প্রথম কোন মহিলা যিনি মিস্টার এন্ড মিসেস ইউনিভার্স’ প্রতিযোগীতায় অংশ নিয়ে ষষ্ঠ হয়েছে। শনিবার দুই নম্বর গভমেন্ট কলোনি এলাকায় ওই জিম কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের সংবর্ধনা জানানো হয়। আরো জানা যায় ওই যুবতী স্বাস্থ্যকর্মীর বাড়ি ত্রিপুরা তে। কর্মসূত্রে তিনি মালদায় থাকেন। Body builder ,Body builder

    Body builder বডিবিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়ে নজর কাড়লো এক মহিলা স্বাস্থ্যকর্মী।

    MORE NEWS – Kolkata কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা।

    Today Kolkata:- কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের কমবেশি সমস্ত জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। ফলে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি পাবে সাধারণ মানুষ, মনে করা হচ্ছে এমনটাই। বৈশাখে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। গরমে অস্বস্তিতে সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাপমাত্রার পারদ ক্রমশ চড়তে শুরু করছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছিল, দেখা পাওয়া যাবে কালবৈশাখীর। আম আদমি’-র জন্য এলো সুখবর, CONTINUE READING

    নামকরা অনলাইন সংস্থার ডেলিভারি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

    আরও এক গণধর্ষণ মামলার তদন্ত হবে দময়ন্তী সেনের অধীনে, নির্দেশ কলকাতা হাই কোর্টের।

    মালদা জেলার গাজোল পাঁচপাড়া সংলগ্ন মাতাইল এলাকার, টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ।

    Delhi দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পরদিন বৈঠক করতে পারেন প্রধানমন্ত্রীর বৈঠকে।

    হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়ে নজির গোরলেন বামনগোলা থানার পাকুয়াহাট পুলিশ ফাঁড়ি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments