More
    HomeখবরBody building বডি বিল্ডিং এ বিশ্ব জয় মিস্টার ইউনিভার্স এর মুকুট বঙ্গসন্তান...

    Body building বডি বিল্ডিং এ বিশ্ব জয় মিস্টার ইউনিভার্স এর মুকুট বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

    Today Kolkata:- বডি বিল্ডিং এ বিশ্ব জয় করার স্বপ্ন নিয়ে চার বছরের পথ চলা বঙ্গসন্তান গৌরব মুখার্জির। তিনবার মিস্টার ইন্ডিয়ার খেতাব জয়ী, গৌরবের মাথায় এবার মিস্টার ইউনিভার্স এর মুকুট। পুনে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স এ অনুষ্ঠিত খেলায় দেড় হাজার প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করে এই খেতাব টি ছিনিয়ে নিয়ে আসে উত্তর ২৪ পরগনা মধ্যমগ্রামের গৌরব মুখার্জি। তার এই এগিয়ে যাওয়ার পথে দৃঢ় মনোবলের সাথে মেনে চলতে হয়েছে সঠিক রুটিন, করতে হয়েছে কঠোর পরিশ্রম ও। এই সাফল্যে নিজের পরিবারের সাথে সাথে নিজের স্ত্রীর অবদান স্বীকার করেন মিস্টার ইউনিভার্স গৌরব। ভবিষ্যতে একজন বিখ্যাত জিম ট্রেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তার এই সাফল্যে পরিবারের সকলেই খুব আপ্লুত তারা মনে করেন আগামী প্রজন্মের যুবসমাজ তারা এই সফলতা থেকে অনুপ্রাণিত হবে। Body building, Body building

    Body building বডি বিল্ডিং এ বিশ্ব জয় মিস্টার ইউনিভার্স এর মুকুট বঙ্গসন্তান গৌরব মুখার্জির।

    MORE NEWS – রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তেরা এবার অভিযোগ জানালেন দেশের রাষ্ট্রপতিকে।

    নতুন দিল্লী:-  রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তেরা এবার অভিযোগ জানালেন দেশের রাষ্ট্রপতিকে। গত বছর রাজ্যে বিধানসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকে একের পর এক হিংসার ঘটনায় সোচ্চার হয়েছে বিরোধী দল বিজেপি। তাদের কর্মী সমর্থকদের মেরে দেওয়া হচ্ছে বলে বার বার অভিযোগ জানিয়ে এসেছে রাজ্যের পদ্ম শিবির। বিজেপির অভিযোগ তাদের বহু কর্মী সমর্থকদের প্রাণ যেমন গিয়েছে, তেমন তাদের বহু কর্মী সমর্থকেরা পালিয়ে গিয়েছে নিজেদের গ্রাম এবং ভিটে মাটি ছেড়ে। এই পালিয়ে যাওয়া কর্মীরাই আশ্রয় নিয়েছেন রাজধানী দিল্লীর বিভিন্ন জায়গায়। আজ তাঁরাই নিজেদের পরিস্থিতির কথা জানাতে গিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনে। CONTINUE READING

    বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের লাল বাতি নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা হল।

    হালিশহর বালিভাড়ায় শ্বশুরবাড়ির অত্যাচারে গৃহবধূ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গ্রেপ্তার স্বামী।

    প্রায় দু বছর পরে স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় কাউন্সিলর এর উদ্যোগে ঘরে ফিরল সাতটি পরিবার।

    জাতীয় সড়কে পিকআপ ভ্যান এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলো তিন জন যাত্রী।

    নির্দিষ্ট রোড পার্মিশন থাকা সত্ত্বেও রাস্তার উপরে পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments