শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের পরে এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যের আরও এক মন্ত্রী বাচ্চু হাঁসদা। বুধবার হেস্টিংসে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হাজির হয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেন তিনি। দক্ষিণ দিনাজপুরের তপনের তৃণমূল বিধায়কের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নদিয়ার তেহট্টের বিধায়ক গৌরীশঙ্কর দত্ত।