Thursday, October 5, 2023
Homeপশ্চিমবঙ্গBreaking :তৃণমূল কংগ্রেস ছাড়লেন লক্ষ্মীরতণ শুক্লা

Breaking :তৃণমূল কংগ্রেস ছাড়লেন লক্ষ্মীরতণ শুক্লা

ফের ধাক্কা পশ্চিমবঙ্গের শাসকদলে। মন্ত্রিত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। একইসঙ্গে হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। তবে এখনই উত্তর হাওড়ার বিধায়ক পদ ছাড়ছেন না লক্ষ্মীরতন।

মঙ্গলবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে লক্ষ্মীরতন শুক্লা জানিয়েছেন, তিনি আর মন্ত্রী হিসেবে থাকতে চান না। তাঁর আবেদন গৃহীত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। লক্ষ্মীরতন শুক্লা আপাতত রাজনীতি থেকে অবসর নিচ্ছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর। ২০২০–র জুলাই মাসেই লক্ষ্মীরতনকে হাওড়া জেলা তৃণমূলের সভাপতি করা হয়। সেই পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। হাওড়া জেলা তৃণমূল সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে দলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির কাছে চিঠি পাঠিয়েছেন আপাতত কিছুদিন বিশ্রাম নিতে চান লক্ষ্মীরতন, এমনই জানা গিয়েছে।

২০১৬ সালে তৃণমূলে এসে উত্তর হাওড়া বিধানসভার টিকিট নিয়ে লড়েছিলেন লক্ষ্মীরতন। ভাল মার্জিনে জিতে তিনি বিধায়ক হন। এর পরই তাঁকে ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী করা হয়। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বেশ কিছু ব্যাপার নিয়ে দলের প্রতি ক্ষোভ জমছিল তার। গত ৪–৫ মাস ধরে তিনি দলে কাজ করতে পারছিলেন না বলে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments