দু’দিনের সফরে রাজ্যে অমিত শাহ। আজ মেদিনীপুরে সভা। শুভেন্দু সহ তৃণমূলত্যাগী একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা। বিজেপিতে যোগ দিচ্ছেন গাজোলের তৃণমূল বিধায়ক দীপালি বিশ্বাস । আবারও ভাঙন তৃণমূলে। ‘এলাকার উন্নয়ন করতে পারছি না, তাই দল ছাড়ছি’, জানালেন দীপালি।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে মহামায়া মন্দিরে পুজো দেবেন অমিত শাহ। ৫০০ বছরেও বেশি পুরনো মন্দিরের সঙ্গে ইতিহাসের যোগ রয়েছে। চুয়াড় বিদ্রোহের সঙ্গে জড়িয়ে মন্দিরের ইতিহাস। অমিত শাহর মন্দির দর্শন উপলক্ষ্যে কড়া নিরাপত্তা। মন্দির চত্বরে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হচ্ছে সেবায়েত, পুরোহিত ও মন্দির কমিটির সদস্যদের।
ক্ষুদিরাম বসুর জন্মস্থানে এসে মাটি মাথায় স্পর্শ করালাম। এতে ধন্য বোধ করছি। বললেন অমিত। স্বরাষ্ট্রমন্ত্রী স্মরণ করলেন শহিদ ক্ষুদিরামকে।