মধ্য দুপুরে শ্যুটআউট। তাও মাঝ মাঠে। ঘটনা মধ্যমগ্রামের। দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন প্রোমোটিং ব্যবসায়ী। জানা গেছে, রীতিমতো পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। আর তাও দুপুর ১১টা নাগাদ। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন প্রোমোটার অশোক সর্দার। ৫০ বছরের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে জানান ডাক্তাররা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রোমোটিং সংক্রান্ত গন্ডগোলের কারণে মধ্যমগ্রামের রোহান্ডা চন্ডীগড়ের প্রোজেক্ট সাইটে গুলি চলেছে। অশোক সর্দারকে লক্ষ করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা।কিন্তু এখনও হামলার কারণ জানা যায়নি। ঘটনার পরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী।