Thursday, October 5, 2023
Homeপশ্চিমবঙ্গBREAKING: বিধানসভায় বাজেট পেশ মুখ্যমন্ত্রীর, দেখে নিন একঝলকে

BREAKING: বিধানসভায় বাজেট পেশ মুখ্যমন্ত্রীর, দেখে নিন একঝলকে

বিধানসভায় পেশ রাজ্য বাজেট,পশ্চিমবঙ্গের ২০২১-২২ সালের অন্তর্বর্তী বাজেট পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ। তাই এই প্রথমবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করছেন মুখ্যমন্ত্রী। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন, অসুস্থতার কারণে তাঁকে বাজেট পেশ থেকে অব্যাহতি দেওয়া হোক। বৃহস্পতিবার রাজ্যপাল সেই অনুমতি দেন। আজ থেকে প্রায় দু’দশক আগে, ২০০১ সালের ২৬ ফেব্রুয়ারি রেলমন্ত্রী হিসাবে প্রথমবার বাজেট পেশ করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী বাজেট পেশ শুরু করতেই বিধানসভায় তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি-র বিধায়করা। তাঁরা ওয়েলে নেমে স্লোগান তোলেন, অনৈতিক বাজেট মানছি না মানব না। ‘জয় শ্রীরাম’। স্পিকার তাঁদের শান্ত হওয়ার জন্য বার বার অনুরোধ করেন। মমতা একবার বলতে শুরু করে থেমে যান। পরে ফের শুরু করেন।

অন্তর্বর্তী বাজেট প্রস্তাবে বলা হয়েছে —

• সমগ্র পৃথিবী অতিমারী ও মন্দার মধ্যে দিয়ে চলেছে।
• পশ্চিমবঙ্গও আমফানের ধাক্কা সামলেছে।
• কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করেছে।
• আমফান ও কেন্দ্রীয় বঞ্চনার মোকাবিলা করতে হয়েছে।
• পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভরসাস্থল হয়ে উঠেছে বাংলা।
• রাজ্যে নির্মিত হতে চলেছে নতুন বন্দর।
• অন্ডাল বিমান বন্দর আন্তর্জাতিক মানের হয়ে উঠবে।
• ১০০ দিনের কাজ, ক্ষুদ্র শিল্প, সংখ্যালঘু বৃত্তি প্রদানে আমরা এক নম্বর।
• দারিদ্র দূরীকরণে আমরা এক নম্বর।
• এ বছর ২০ হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ করা হয়েছে।
• রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।
• তফসিলী জাতি, উপজাতি ও গরিব মানুষ অধ্যুষিত এলাকায় ইংরেজি মাধ্যম স্কুল তৈরির জন্য বরাদ্দ।
• অলচিকি ভাষার জন্য ৫০০ নতুন স্কুল।
• নেপালি ও হিন্দি ভাষার জন্য ১০০ টি নতুন স্কুল।
• রেকগনাইজড আনএডেড মাদ্রাসাকে সাহায্য।
• ১০ লক্ষ নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে।
• দেড় হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ করা হবে।
• পাকা বাড়ি নির্মাণে ৩ হাজার কোটি।
• পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ১০০ কোটি টাকা।
• কলকাতা পুলিশের একটি ব্যাটেলিয়ন নেতাজির নামে।
• রাজ্যে নেতাজি রাজ্য যোজনা কমিশন।
• আজাদ হিন্দ স্মারকে বরাদ্দ ১০০ কোটি টাকা।
• ধাপে ধাপে ১ লক্ষ ৫০ হাজার উদ্বাস্তুকে জমির দলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments