Friday, March 24, 2023
Homeজাতীয়BREAKING: রাজ্যে ৮ দফায় ভোট, ভোটগণনা ২ মে ! ঘোষণা কমিশনের

BREAKING: রাজ্যে ৮ দফায় ভোট, ভোটগণনা ২ মে ! ঘোষণা কমিশনের

প্রতীক্ষার অবসান! ফেব্রুয়ারির শেষেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোট হলেও সবথেকে হাইপ্রোফাইল লড়াই হতে চলেছে বাংলায়। যে রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্নজাল বুনছে বিজেপি। তবে লড়াইয়ে কোনওরকম ফাঁক দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। কেরালায় বাম-কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনুমান করছেন পর্যবেক্ষকরা। বাংলার ২৯৪টি বিধানসভা আসনের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মোট ৮ দফার মাধ্যমে। আগামী ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গে ৮ দফায় হবে ভোটগ্রহণ

প্রথম দফা : ৩০ টি আসনে হবে। ২৭ মার্চ ভোট। (পুরুলিয়া, বাঁকুড়া -১, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর -১, পূর্ব মেদিনীপুর -১)।

দ্বিতীয় দফা : ৩০ টি আসনে হবে। ১ এপ্রিল ভোট হবে। (বাঁকুড়া -২, পশ্চিম মেদিনীপুর – ২, পূর্ব মেদিনীপুর – ২, দক্ষিণ ২৪ পরগনা – ১)।

তৃতীয় দফা : ৩১ টি আসনে হবে। ৬ এপ্রিল ভোট।

চতুর্থ দফা : ৪৪ টি আসনে হবে। ১০ এপ্রিল ভোটগ্রহণ (হাওড়া -২, হুগলি – ২, দক্ষিণ ২৪ পরগনা – ৩, আলিপুরদুয়ার, কোচবিহার)।

পঞ্চম দফা : ৪৫ টি আসনে হবে। ১৭ এপ্রিল ভোট (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি)।

 ষষ্ঠ দফা : ৪৩ টি আসনে হবে। ২২ এপ্রিল ভোট। (উত্তর ২৪ পরগনা -১, নদিয়া – ১, পূর্ব বর্ধমান -১ , উত্তর দিনাজপুর)।

সপ্তম দফা : ৩৬ টি আসনে ভোট। ২৬ এপ্রিল ভোট (মালদহ -১, মুর্শিদাবাদ -১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর)।

অষ্টম দফা : ৩৫ টি আসনে ভোট। ভোট হবে ২৯ এপ্রিল (মালদহ -২, মুর্শিদাবাদ -২, কলকাতা উত্তর, বীরভূম)।

পুদুচেরিতে ভোটগ্রহণ হবে এক দফায়। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।

৩৮ টি জেলায় তামিলনাড়ুতে ভোট হবে এক দফায়। ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।

কেরালায় এক দফায় ভোট হবে। আগামী ৬ এপ্রিল ভোট হবে। একটি উপনির্বাচন হবে একইসঙ্গে।

অসমে তিন দফায় ভোট হবে। প্রথম দফা : ২৭ মার্চ। দ্বিতীয় দফা : ১ এপ্রিল। তৃতীয় দফা : ৬ এপ্রিল। ভোটগণনা হবে ২ মে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments