বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন একটু আগেই। এবার তৃণমূল ছাড়লেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করলেন তিনি। ফেসবুকে তিনি সেই পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। অর্থাত্ রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাচ্ছে এটা কার্যত সময়ের অপেক্ষা। এতদিন দল তাঁকে যে কাজের সুযোগ দিয়েছে, সে ব্যাপারে তিনি দলনেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আগের মতই।
অর্থাত্ দলের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকল না আজ থেকে। মন্ত্রিত্ব বিধায়ক পদ ছাড়ার পর এবার তিনি দল ছেড়ে দিলেন। রাজনীতিতে এটা অত্যন্ত তাত্পর্যপূর্ণ ঘটনা সেটা আর বলার অপেক্ষা রাখে না। পদত্যাগপত্রের একটি কপি তিনি পাঠিয়েছেন তৃণমূল ভবনে। অন্য কপিটি পাঠিয়েছেন হরিশ চ্যাটার্জি স্ট্রিট মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে।