More
    Homeপশ্চিমবঙ্গBREAKING: প্রকাশিত হল কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থীতালিকা

    BREAKING: প্রকাশিত হল কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থীতালিকা

    অবশেষে প্রকাশিত হল কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থীতালিকা। সোমবার দুপুরে দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে তালিকা প্রকাশ করেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়। তালিকায় মহিলা ও তরুণ মুখদের গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপি। সঙ্গে সমাজের অন্যান্য শ্রেণির প্রতিনিধিত্ব রয়েছে বলে জানিয়েছে তারা।

    বিজেপির প্রার্থীতালিকায় ৪৮ জন তরুণ, ৫০ জন মহিলা, ৫ আইনজীবী, ৩ জন চিকিৎসক ও ৪ জন শিক্ষক রয়েছেন।

    বিজেপির প্রার্থীতালিকা

     

    ১ আশিস কুমার ত্রিবেদী

     

    ২. রাজেন্দ্র সাউ

     

    ৩. অনিমা সিংহ

     

    ৪. সব্যসাচী চক্রবর্তী

     

    ৫. শ্রীরাম যাদব

     

    ৬. প্রমীলা সিং

     

    ৭. ব্রজেশ ঝা

     

    ৮. মনোজ সিং

     

    ৯. রুবি বন্দ্যোপাধ্যায়

     

    ১০. ঈশ্বর দয়াল সাউ

     

    ১১. মানস সেন চৌধুরী

     

    ১২. তনুশ্রী রায়

     

    ১৩. কুণাল ভট্টাচার্য

     

    ১৪. দেবরাজ সাহা

     

    ১৫. অনিতা দাস

     

    ১৬. শরৎ সিংহ

     

    ১৭. প্রতিমা বন্দ্যোপাধ্যায় জয়সওয়াল

     

    ১৮. অনুরাধা সিং

     

    ১৯. দেবাশিস শীল

     

    ২০. মুকুন্দ ঝাওয়ার

     

    ২১. পূর্ণিমা চক্রবর্তী

     

    ২২. মীনাদেবী পুরোহিত

     

    ২৩. বিজয় ওঝা

     

    ২৪. কামিনী তিওয়ারি

     

    ২৫. সুনীল হর্ষ

     

    ২৬. শশী গণ

     

    ২৭. মঞ্জু জয়সওয়াল

     

    ২৮. অমিয় হাজরা

     

    ২৯. মহম্মদ মোক্তার

     

    ৩০. মঞ্জুরী ধর

     

    ৩১. নারায়ণ চৌধুরী

     

    ৩২. রুবি সান্যাল

    ৩৩. রীতা দেবনাথ মণ্ডল

     

    ৩৪. সোমা দাস

     

    ৩৫. গিরিশ শুক্ল

     

    ৩৬. রবিকান্ত সিং

     

    ৩৭. শেখ মৌসুমী

     

    ৩৮. রমেশ ঠাকুর জয়সওয়াল

     

    ৩৯. মহম্মদ জাহাঙ্গির

     

    ৪০. শেফালি শর্মা

     

    ৪১. রাজীব সিনহা

     

    ৪২. সুনীতা ঝাওয়ার

     

    ৪৩. ছন্দা কানওয়ার

     

    ৪৪. মুকেশ সিং

     

    ৪৫. কুশল পাণ্ডে

     

    ৪৬. পিঙ্কি সোনকর

     

    ৪৭. চিত্রা পাল

     

    ৪৮. চিত্তরঞ্জন মান্না

     

    ৪৯. রাজলক্ষী বিশ্বাস

     

    ৫০. সজল ঘোষ

     

    ৫১. সঞ্জীব গুঁই

     

    ৫২. কামিনী খটিক

     

    ৫৩. গৌতম দাসগুপ্ত

     

    ৫৪. দেবাশিস দত্ত

     

    ৫৫. অমৃতা ঘোষ

     

    ৫৬. তপন সামন্ত

     

    ৫৭. চন্দন দাস

     

    ৫৮. মিলন ধাড়ে

     

    ৫৯. ঐশী মাঝি

     

    ৬০. রমেশ কুমার সিংহ

     

    ৬১. হরিনারায়ণ তিওয়ারি

     

    ৬২. সাইনা খাতুন

     

    ৬৩. নবীন মিশ্র

     

    ৬৪. দীপঙ্কর সাহা

     

    ৬৫. সোনিয়া পাণ্ডে

     

    ৬৬. অভিষেক সিংহ

     

    ৬৭. সন্দীপ বন্দ্যোপাধ্যায়

     

    ৬৮. পিঙ্কি ঘোষ

     

    ৬৯. কুশল মিশ্র

     

    ৭০. ভীম সিং বালমা

     

    ৭১. প্রমীতা ঘোষ

    ৭২. রুমা নন্দা

     

    ৭৩. ইন্দদীপ খটিক

     

    ৭৪. পারমিতা দত্ত

     

    ৭৫. মহেশ রাম

     

    ৭৬. সজল কর

     

    ৭৭. গোপা বন্দ্যোপাধ্যায়

     

    ৭৮. বীনা কানোরিয়া

     

    ৭৯. জিতেন্দ্রমণি তিওয়ারি

     

    ৮০. এরশাদ আহমেদ

     

    ৮১. দিব্যা কউর

     

    ৮২. প্রতাপ সোনকর

     

    ৮৩. গৌরাঙ্গ সরকার

     

    ৮৪. তমসা চট্টোপাধ্যায়

     

    ৮৫. রুবি মুখাপাধ্যায়

     

    ৮৬. রাজর্ষি লাহিড়ি

     

    ৮৭. অনুশ্রী চট্টোপাধ্যায়

     

    ৮৮. সমীর শীল

     

    ৮৯. শান্তনু ভট্টাচার্য

     

    ৯০. মৌসুমী ভট্টাচার্য

     

    ৯১. দিলীপ কুমার মিত্র

     

    ৯২. সৌমেন দাস

     

    ৯৩. সুমিতা দাসগুপ্ত

     

    ৯৪. প্রদীপ্ত অর্জুন

     

    ৯৫. রাজীব সাহা

     

    ৯৬. সন্দীপা সিংহরায়

     

    ৯৭. সোমা ঘোষ

     

    ৯৮. চন্দন কুমার শা

     

    ৯৯. তানিয়া দাস

     

    ১০০. সঞ্জয় দাস

     

    ১০১. সন্তোষ মিশ্র

     

    ১০২. ইন্দিরা গঙ্গোপাধ্যায়

     

    ১০৩. সন্দীপ বাগচি

     

    ১০৪. স্বরূপ মুখাপাধ্যায়

     

    ১০৫. তমালি রায়

     

    ১০৬. পবন বৈদ্য

     

    ১০৭.সোমনাথ দাস

     

    ১০৮. মেঘনাথ হালদার

     

    ১০৯. বিউটি রায় হালদার

     

    ১১০. নিতাই মণ্ডল

     

    ১১১. পারিজাত চন্দ্র

    ১১২. দেবজ্যোতি মজুমদার

     

    ১১৩. রুবি মণ্ডল দাস

     

    ১১৪. পার্থ পাল

     

    ১১৫.তাপস ধাড়া

     

    ১১৬. স্বপ্না বন্দ্যোপাধ্যায়

     

    ১১৭. কল্যাণী দাশগুপ্ত

     

    ১১৮. দীপঙ্কর বণিক

     

    ১১৯. রাখি চ্যাটার্জি

     

    ১২০. উজ্জ্বল বড়াল

     

    ১২১. চন্দ্রভান সিং

     

    ১২২. সঙ্গীতা দে

     

    ১২৩. শর্মিষ্ঠা ভট্টাচার্য

     

    ১২৪. শংকর শিকদার

     

    ১২৫. ডালিয়া চক্রবর্তী

     

    ১২৬. প্রদীপ কুমার রায়

     

    ১২৭. মল্লিকা বিশ্বাস

     

    ১২৮. শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়

     

    ১২৯. নবনীতা ভট্টাচার্য

     

    ১৩০. শুভাশিস কর

     

    ১৩১. রবীন রায়

     

    ১৩২. সদানন্দ প্রসাদ

     

    ১৩৩. সুতপা গুপ্ত

     

    ১৩৪. মমতাজ আলি

     

    ১৩৫. অর্চনা গুপ্ত

     

    ১৩৬. অনিল ভার্মা

     

    ১৩৭. রাকেশ ভার্মা

     

    ১৩৮. জনিতা নজির

     

    ১৩৯. মেহেজবিন খাতুন

     

    ১৪০. মহম্মদ সালাউদ্দিন

     

    ১৪১. তাপস ঢালি

     

    ১৪২. অমর দাস

     

    ১৪৩. গার্গী বিশ্বনাথন

     

    ১৪৪. অনিন্দিতা ঘোষ

     

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments