More
    HomeUncategorizedBREAKING :বিধানসভায় পাশ হল বিএসএফ -এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব

    BREAKING :বিধানসভায় পাশ হল বিএসএফ -এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব

    বিএসএফের এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাস বিধানসভায়। আজ বিধানসভা এই বিষয়ে বিধায়করা ভোট দেন। প্রস্তাবের পক্ষে পড়ে ১১২ টি ভোট বিপক্ষে ৬৩ টি ভোট। কেন্দ্রীয় সরকার যে নতুন আইন তৈরি করতে চলেছে বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার বাড়ানোর বিষয়ে বিরোধিতা করে প্রস্তাব আনা হয়েছিল।

    BREAKING :বিধানসভায় পাশ হল বিএসএফ -এর এক্তিয়ার বিরোধী প্রস্তাব

    Read more-যোগী রাজ্যে হাইওয়ে উদ্বোধনে এয়ারস্ট্রিপে অবতরণ মোদীর C-130J সুপার হারকিউলিস বিমান

    সেই প্রস্তাবের পক্ষে ১১২ জন ভোট দেন। বিজেপির যারা বিধায়ক রয়েছেন ৬৩জন তারা কেন্দ্রীয় সরকারের আনা যে প্রস্তাব তার পক্ষে তারা ভোট দেন। নিয়ম অনুযায়ী বিধানসভার এই প্রস্তাব দিল্লীতে পাঠানো হবে।

    পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিষয়ে দেড় ঘন্টা দীর্ঘ আলোচনার অনুমতি দিয়েছিলেন। বিধানসভার ১৮৫ নম্বর রুল অনুযায়ী বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির প্রতিবাদে প্রস্তাব আনা হয় অনেকদিন পর আজ বিধানসভার অধিবেশনে অংশ গ্রহণ করেন বিজেপির বিধায়করা। আজ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি তুলেছিলেন বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার নয় ৮০কিলোমিটার হওয়া উচিত। বিধানসভায় আজ বারবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

    Read More-ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পাঁচ আত্মীয়ের, শোকের ছায়া পরিবারে

    মাঝে চরম আকার ধারণ করে যখন তৃণমূল কংগ্রেসের বিধায়ক বিতর্কিত মন্তব্য করেন। তীব্র ভাষায় বিরোধিতা করতে থাকেন বিজেপির বিধায়কেরা। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে প্রস্তাব পাস হয়ে যায়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন তৃনমূলের ১১২ জন বিধায়ক প্রস্তাবের বিরোধিতায় ভোট দিয়েছেন বিজেপি ৬৩ জন বিধায়ক। তবে পরিকল্পনামতো বিধানসভায় বিএসএফের এক্তিয়ার বিরোধী প্রস্তাব পাস করালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন নিয়ম অনুযায়ী এই পাস হওয়া প্রস্তাব দিল্লিতে পাঠানো হবে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments