আগের বছরে স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বরাদ্দ যা ছিল, কোভিড পরিস্থিতিতে এবার তা বাড়ল ১৩৭%। বরাদ্দ অঙ্কের পরিমাণ প্রায় ২ লক্ষ ২৪ হাজার কোটি টাকা।
দু’দিন আগেই আর্থিক সমীক্ষা প্রকাশ করেছে কেন্দ্র। সেই সমীক্ষাতে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দের পরিমাণ বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পথেই হাঁটল কেন্দ্র। যদিও যা বরাদ্দ করা হয়েছে, তার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা সরিয়ে রাখা হবে টিকাকরণ প্রকল্পের জন্য।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, কেন্দ্রীয় স্বাস্থ্য পরিষেবার জন্য গোটা দেশে ১২টি কেন্দ্র গড়ে তোলা হবে।
দেশজুড়ে যত পাবলিক হেল্থ ল্যাব রয়েছে, সেগুলির সংযুক্তিকরণের ব্যবস্থা করা হবে। ১৫টি জরুরি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র তৈরি হবে। ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে গবেষণার জন্য ৪টি জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
দেশের অর্থনৈতিক বৃদ্ধি যখন উর্ধ্বমুখী ছিল, তখনও স্বাস্থ্যখাতে মোট অভ্যন্তরীণ উত্পাদনের মাত্র ১.৩% বরাদ্দ হয়েছে, যা ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির তুলনায় যথেষ্ঠ কম। আয়ূষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য প্রকল্প চালু হলেও বরাদ্দ বাড়েনি। আর্থিক সমীক্ষায় পরামর্শ ছিল, জিডিপির অন্তত ২.৫-৩% বরাদ্দ করা হোক স্বাস্থ্যক্ষেত্রে।