More
    Homeঅনান্যCarnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড...

    Carnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    Today kolkata:- রাজ্যজুড়ে শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল (Carnival Durga Puja2022)। শনিবার অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময় বিকেল সাড়ে চারটে। রাত ১১টা পর্যন্ত চলবে কার্নিভালের অনুষ্ঠান। কিন্তু এদিন অনুষ্ঠান শুরুর নির্ধারিত সময়ের আগেই রেড রোডে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাঁকজমকভাবে সাজানো হয় রেড রোড। চারিদিকে আলোর মালা। কার্যত চাঁদের হাটে পরিণত হয়েছে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরা, রাজ্যের একাধিক মন্ত্রী, শিল্পজগতের বহু তারকা। অনুষ্ঠানে অংশ নিয়েছে ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটি যাতে সুষ্ঠুভাবে পারফর্ম করতে পারে তার ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক পুজো কমিটির জন্য বরাদ্দ ৪ মিনিট। অনুষ্ঠান শুরু হয় কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টবাজি দিয়ে। চলন্ত বাইকে বসেই নানা পারদর্শিতা দেখান পুলিশকর্মীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে নৃত্য পরিবেশন করা হয়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র ছাত্রীরা নৃত্য পরিবেশন করেন।

    এরইমধ্যে নিজেদের পরিবেশনা তুলে ধরেছে বডিগার্ডস লাইন আবাসিক দুর্গাপুজো কমিটি, দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, কলেজ স্কোয়ার সর্বজনীন পুজো, বেহালা নতুন দল। এ বছর তাদের থিম ছিল – আশ্রয়ের আশ্বাস। বেহালা নতুন দল আদিবাসী নৃত্য পরিবেশনা করে। দক্ষিণ কলকাতার এই পুজোর নৃত্যের সঙ্গীতে কথা ও সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পর পরিবেশনা তুলে ধরে ভবানীপুর ৭৫ পল্লি। তাদের থিম ছিল ‘বেঁচে থাকুক।’ পুজো কমিটির মমতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া ‘জাগো তুমি, জাগো’ গান বাজায়। পরিবেশনা তুলে ধরে সিংহি পার্ক পুজো কমিটি, কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও। শ্রীভূমি স্পোর্টিংয়ের এবারের থিম ছিল ভ্যাটিকান সিটি। শ্রীভূমির হয়ে নৃত্য পরিবেশনা করেন ঐন্দ্রিলা সেন এবং অঙ্কুশ হাজরা। একের পর এক পরিবেশনা তুলে ধরে বিভিন্ন পুজো কমিটি।

    Curnival Durga Puja 2022 সময়ের আগেই কার্নিভালের মঞ্চে মুখ্যমন্ত্রী, আলোর মালা রেড রোডে।

    MORE NEWS – কার্নিভাল উপলক্ষে একাধিক রাস্তায় বন্ধ থাকবে যান চলাচল।

    করোনার ভয়ঙ্কর ধাক্কা কাটিয়ে ২০১৯ সালের পর ফের কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে কার্নিভালের আসর। এই বছর ৯৫টি পুজো কমিটি অংশ নেবে এই কার্নিভালে। কড়া নিরাপত্তার ঘেরাটোপে বেঁধে ফেলা হয়েছে রেড রোডকে। সেই সঙ্গে শুক্রবার রাত থেকেই রেড রোড-সহ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ নিয়ে নির্দেশিকা দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments