More
    Homeঅনান্যCBI On Documents তথ্য-প্রমাণ' দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    CBI On Documents তথ্য-প্রমাণ’ দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    Today Kolkata:- CBI On Documents গরুপাচার কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন এবার সিবিআইয়ের নজরে। ইতিমধ্যেই তাঁদের উপর নজরদারি শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার তাঁদের নিয়ে অনুব্রত মণ্ডলকে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, অনুব্রত-ঘনিষ্ঠ কয়েকজনের কাছে গরুপাচারের টাকা পৌঁছেছিল, সেই তালিকা তৈরি করেছে সিবিআই। যে দুটি কোম্পানির কথা জানা গিয়েছে, সেই কোম্পানিগুলোর লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিকে অনুব্রতর থেকে পাচার সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেতে নানা ভাবে ছক কষেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। দুর্নীতির জট ছাড়াতে আঁটঘাট বেঁধে মাঠে নেমেছে সিবিআই। এদিকে, ইতিমধ্যেই এই গরুপাচার মামলায় এনামূল হককে সাহায্য করার অপরাধে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী তথা রাজ্য পুলিশের কনস্টেবল সায়গল হোসেন। সায়গলকে জেরা করেও এই মামলায় আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

    CBI On Documents তথ্য-প্রমাণ' দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    CBI কোথায় কাকে কত টাকা কীভাবে পাঠাতেন?' অনুব্রতর ব্যবহারে অবাক সিবিআই।

    তাতে জানা গিয়েছে, বীরভূমে গরু বোঝাই লরি ঢোকা থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো কর্মকাণ্ডে সাহায্য করত পুলিশের একাংশ। এমনকী, পশু হাটগুলিতেও পুলিশ মদতে এনামূল ও তাঁর অন্য সহযোগী আব্দুল লতিফরা যে ভাবে কাজ চালাতেন সেই সকল তথ্যকে হাতিয়ার করতে চলেছে সিবিআই। ভিন রাজ্য থেকে লরি ভর্তি গরু বীরভূম হয়ে এ রাজ্যে ঢুকেছে। বিএসএফ ও শুল্ক দফতরে একাধিক কর্তা ও কর্মীর সহযোগিতায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গিয়েছে। লাভের টাকা থেকে একটা অংশ যেত পুলিশের কাছেও। কিন্তু ঠিক কার নির্দেশে পাচারকারীদের সাহায্য করত পুলিশ? তাহলে কি এর নেপথ্যে রয়েছেন অনুব্রত? সেই উত্তর খোঁজার চেষ্টা করছে সিবিআই। ইতিমধ্যে বীরভূম জেলার পুলিশ কর্মীর একটি তালিকা তৈরি করেছে সিবিআই, তদন্তের স্বার্থে তাদের তলব করা হতে পারে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর।

    CBI On Documents তথ্য-প্রমাণ’ দেখিয়েই কথা জানার চেষ্টা সিবিআইয়ের! বেকায়দায় অনুব্রত।

    MORE NEWS – চার্চে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১।

    Mishor Embabar Girja গির্জায় এসেছিলেন প্রভুর কাছে প্রার্থনা জানাতে। কিন্তু তাদের মধ্যে কয়েকজন এ জীবনের মতো শেষ প্রার্থনা জানালেন। আচমকা আগুনে একসঙ্গে শেষ হয়ে গেলেন ৪১ জন ভক্ত। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। জখম হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments