More
    Homeঅনান্যCBI vs Partho & Arpita পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা...

    CBI vs Partho & Arpita পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করতে চায় সিবিআই।

    Today Kolkata:- CBI vs Partho & Arpita পার্থ-অর্পিতাকে নিয়ে বর্তমানে তোলপাড় রাজ্য রাজনীতি। অবশ্য এসএসসি নিয়োগ ও প্রাথমিক টেট দুর্নীতির বিরুদ্ধে প্রথমে তদন্তে নেমেছিল সিবিআই। কিন্ত তদন্ত সেভাবে এগোয়নি। অসন্তোষ প্রকাশ করে একথা জানিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্ত কাজ সূষ্ঠুভাবে করার জন্য সিবিআই সিট গঠন করা হয়। কিন্ত তাতেও তদন্ত খেই হারিয়ে ফেলে বলে অভিযোগ ওঠে। শেষমেশ এই দুর্নীতির কিনারা করতে আসরে নামতে হয় ইডি-কে। হেফাজতের পর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় এখন জেল হেফাজতে। আদালতের নির্দেশ জেরা করতে পারবে ইডি। তবে পার্থ ও অর্পিতাকে এবার নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। ইডি’র সঙ্গে আলোচনা করেই এই পদক্ষেপ করতে চলেছে সিবিআই। সূত্র মারফত গিয়েছে, পার্থ ও অর্পিতাকে নিজেদের হেফাজতে নিতে বিশেষ আদালতে আবেদন জানাবে সিবিআই। মোট ৯ টি মামলা করেছে সিবিআই। দীর্ঘ মাস পরও একটি মামলারও সুরাহা হয়নি। মূলত সেই কারণেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে ইডি।

    CBI vs Partho & Arpita পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করতে চায় সিবিআই।

    MORE NEWS – আজ এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরে বৈঠক শিক্ষামন্ত্রীর।

    SSC Recruitment চাকরিপ্রার্থীদের তরফে আলোচনার আবেদন পেলে রাজ্য সরকার এ বিষয়ে এগোবে বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ সোমবার এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ব্রাত্য বসু। শনিবারই বিকাশ ভবনে শিক্ষা দফতর থেকে ফোন করে এই বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবে চাকরিপ্রার্থীদের আটজনের প্রতিনিধি দল। নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকভুক্ত প্রত্যেক প্রার্থীর যাতে চাকরি সুনিশ্চিতভাবেই হয়, CONTINUE READING

    MORE NEWS – তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    Taiwan China news তাইওয়ান দ্বীপের আশপাশের জলসীমা ও আকাশ সীমায় গুলি চালাল চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে “নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা” চালানোর দাবি করেছে চিন। PLA-এর সামরিক মহড়া এই অঞ্চলের উত্তজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। তাইওয়ানে আমেরিকার হাউস স্পিকার ন্যানসি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় এ বার তাইওয়ানের রাজধানী তাইপেই সংলগ্ন এলাকায় সেনা মহড়া শুরু করল বেজিং। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments