বিরাট কোহলি থেকে বীরেন্দ্র সেহওয়াগ, গৌতম গম্ভীর থেকে ইরফান পাঠান, সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে টুইট ভারতীয় ক্রিকেটমহলের।
বিরাট কোহলি টুইট করেন, ‘তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।’
Praying for your speedy recovery. Get well soon 🙏 @SGanguly99
— Virat Kohli (@imVkohli) January 2, 2021
গৌতম গম্ভীরের টুইট, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করি।
Wishing @SGanguly99 a speedy recovery. Take care & god bless!
— Gautam Gambhir (@GautamGambhir) January 2, 2021
সেহওয়াগ টুইটারে লেখেন, ‘দাদা, তাড়াতাড়ি সুস্থ হতে হবে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’
Dada , jaldi se theek hone ka.
Praying for your quick and speedy recovery @SGanguly99 .— Virender Sehwag (@virendersehwag) January 2, 2021
আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও সোশ্যাল মিডিয়ায় সৌরভের আরোগ্য কামনা করে। অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে তারা লেখে, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন দাদা। সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রিন্স অফ কলকাতার দ্রুত আরোগ্য কামনা করি।’
সৌরভের আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রজ্ঞান ওঝা, কুলদীপ যাদব, হরভজন সিং, অনিল কুম্বলে, অজিঙ্কা রাহানে প্রমুখ।
হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের পর্যবেক্ষণে থাকছে হৃদরোগ বিশেষজ্ঞদের টিম।