More
    Homeঅনান্যচিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা ...

    চিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    Today Kolkata:- চিংড়িহাটার ভয়াবহ পথ দুর্ঘটনায় বৃহস্পতিবারই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিনি। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় জখম হয়েছেন ৭ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ১ লাখ টাকা করে ও বাকি পাঁচজনকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    এই বিষয়ে টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ঘাতক গাড়ি চালকের বিরুদ্ধে সরকারের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিনামূল্যে তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আমি তাঁদের সঙ্গে দেখা করতে এসএসকেএম-এ গিয়েছিলাম। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ১ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাঁদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

    পাশাপাশি তিনি এও লিখেছেন, আমি আবারও সবাইকে পথ নিরাপত্তার বিষয়ে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ স্মরণ করিয়ে দিতে চাইছি সবাইকে।”

    ঠিক কী ঘটেছিল চিংড়িঘাটায়?

    মাঝেমধ্যেই চিংড়িঘাটায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার ফের ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুর একটা নাগাদ নিক্কোপার্ক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল লাল রঙের একটি প্রাইভেট গাড়ি। চিংড়িঘাটায় আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িকে পরপর ধাক্কা মারতে শুরু করে। বেপরোয়া ওই গাড়িটি কয়েকজন পথচারীকেও ধাক্কা মারে। ঘটনায় এক সিভিক ভলান্টিয়ার-সহ সাতজন জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

    প্রত্যক্ষদর্শী সূত্রে এও জানা গিয়েছে, গার্ডরেল দিয়ে সেই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু গাড়িটি না দাঁড়িয়ে উল্টে সিগন্যালও ভেঙে ছুটতে শুরু করে। পরপর কয়েকটি গাড়িতে ধাক্কা মারে। তারমধ্যে একটি বিয়ে বাড়ির গাড়িও ছিল। অবশেষে গাড়ির চালককে আটক করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ঘাতক গাড়ির চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মমতা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    চিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    MORE NEWS – ফের মুখোমুখি মোদী-মমতা! জি-২০ সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী।

    জি-২০ সম্মেলন নিয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইমতো আজ, শুক্রবার এই নিয়ে ফের মুখোমুখি হতে চলেছেন মোদী-মমতা। উপস্থিত থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments