More
    Homeআন্তর্জাতিকChina সীমান্তে গঙ্গানদীর উপনদীর উপরে বাঁধ নির্মাণ চীনের, চাপ ভারতের।

    China সীমান্তে গঙ্গানদীর উপনদীর উপরে বাঁধ নির্মাণ চীনের, চাপ ভারতের।

    Today Kolkata:- সীমান্তের অদূরে গঙ্গা নদীর উপনদীর উপরে বাঁধ তৈরী করছে চীন (China)। এমনই ছবি ধরা পড়ল উপগ্রহ চিত্রে। ইয়ারলুং জ্যাংবোর পাশাপাশি চিন-ভারত-নেপাল ‘ট্রাই জংশনের’ অদূরে মাবজা জাংবো নদীর উপর চিনা বাঁধ নির্মাণের উপগ্রহচিত্রও সম্প্রতি প্রকাশিত হয়েছে।

    আমেরিকার ইন্টেল ল্যাবের ভূতত্ত্ব গবেষক ড্যামিয়েন সাইমন (Daniyel Simon) ছবিগুলি প্রকাশ করে জানিয়েছেন, সেগুলি ২০২১ সালের মে মাসে তিব্বতের বুরাং কাউন্টিতে মাবজা জাংবো নদীর উপর চিনা বাঁধ ও জলাধার নির্মাণের প্রমাণ। ওই এলাকার অদূরেই উত্তরাখণ্ড (Uttarakhand) রাজ্য।

    পরিবেশবিদদের মতে চিনের এই পদক্ষেপে চিন্তা বাড়তে পারে ভারতের। কারণ, ব্রহ্মপুত্র নদের সমতল যাত্রাপথের বেশিরভাগ ভারতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চগতিতে পরিবর্তন এলে বা কোনও বাধা তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হতেই পারে। তাতে ব্রহ্মপুত্র উপত্যকার মানুষেরা নানা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

    প্রসঙ্গত, অরুণাচলে প্রবেশের (Arunachal Pradesh) পরে ইয়ারলুং জ্যাংবোর নাম হয়েছে সিয়াং। সেখান থেকে অসমে এসে হয়ে গিয়েছে ব্রহ্মপুত্র। লাদাখ এবং অরুণাচল প্রদেশে সীমান্ত সমস্যা মেটেনি এখনও। এরই মধ্যে প্রকাশ্যে এল প্রকৃত চিন অধিকৃত তিব্বতে ব্রহ্মপুত্র নদ , অর্থাৎ ইয়ারলুং জ্যাংবো এবং গঙ্গার একটি উপনদীতে নির্মীয়মাণ বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উপগ্রহচিত্র।

    China সীমান্তে গঙ্গানদীর উপনদীর উপরে বাঁধ নির্মাণ চীনের, চাপ ভারতের।

    Ambani son marriage বান্ধবী রাধিকা মার্চেন্টের সাথে এনগেজমন্ট সারলেন মুকেশ পুত্র অনন্ত আম্বানি, অ্যান্টিলায় চাঁদের হাট।

    Nokia ট্যাবলেট বাজারে জমি শক্ত করতে মরিয়া Nokia, স্মার্টফোনের পর এবার ট্যাব লঞ্চ করছে ফিনল্যান্ডের সংস্থা।

    Weather update সরস্বতী পুজোতে উধাও শীতের আমেজ, আগামী সপ্তাহে শীতের বিদায় ঘন্টা, জানাচ্ছে হাওয়া অফিস।

    MORE NEWS – লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের জন্য কতটা প্রস্তুত লাল ফৌজ, দেখলেন পরিস্থিতি।

    লাদাখ সীমান্তে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping)। কথা বললেন সেনা জওয়ানদের সাথে। তবে কি আসন্ন যুদ্ধ ? উঠছে জল্পনা। ‘পিপলস লিবারেশন আর্মি’র প্রধান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। অবশ্যই পদাধিকারী হিসাবে। গত বুধবার রাজধানী বেজিংয়ে পিএলএ-র সদর দফতর থেকে ভিডিয়ো মারফত জিনপিং (Xi Jinping) কথা বলেন পূর্ব লাদাখ সীমান্তে মোতায়েন চিনের সেনার সঙ্গে। যুদ্ধের জন্য সেনা প্রস্তুত রয়েছে কি না তারও খোঁজ নেন চিনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments