More
    HomeখবরCM Mamata Banerjee আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন', বিধানসভায়...

    CM Mamata Banerjee আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন’, বিধানসভায় প্রধানমন্ত্রীর প্রশংসা মুখ্যমন্ত্রী মমতার মুখে।

    Today Kolkata:- আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন। এটা বিজেপির নেতারা করেছেন। সোমবার রাজ্য বিধানসভায় এইভাবেই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee)। রাজ্যের মাটিতে কেন্দ্রীয় এজেন্সির দাপাদাপির পেছনে আসল কারণ কারা, স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর এই বক্তব্যের নেপথ্যে কারণ এবং যুক্তিও দেখিয়েছেন মমতা। তাঁর মতে, সিবিআই আগে প্রধানমন্ত্রীর অধীনে ছিল। এখন স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে। তাই সিবিআই-এর অযাচিত তৎপরতার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি যুক্ত নন। এই বিষয়ে রাজ্যে ইডি সিবিআই তৎপরতা নিয়ে একরাশ ক্ষোভ প্রকাশ করেন মমতা।

    তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন না এটা নরেন্দ্র মোদী করেছেন। সরাসরি বিজেপির নেতাদের কাঠগড়ায় তুলেছেন মমতা। কার্যত অমিত শাহ-জেপি নাড্ডাদের দিকেই তাঁর তির। তিনি আরও জানান, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্তা করে কেন্দ্রীয় সরকার ও স্থানীয় বিজেপি নেতারা ৷ এই প্রসঙ্গে তিনি মহারাষ্ট্র, কর্নাটকে সরকার ভাঙা নিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন ৷ ঝাড়খণ্ডে সরকার ভাঙতে চেয়েছিল ৷ কিন্তু বাংলার পুলিশ হাতেনাতে ধরেছে। এমনটাই দাবি মমতার।

    CM Mamata Banerjee আমি বিশ্বাস করি না এটা নরেন্দ্র মোদী করেছেন’, বিধানসভায় প্রধানমন্ত্রীর প্রশংসা মুখ্যমন্ত্রী মমতার মুখে।

    Primary recruitment পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    Tender On Anubrata নগদ ৫ কোটি ৬৩ লাখ, ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের দুই ব্যবসায়ী।

    Lal qila প্রথমবার ভারতে তৈরি বন্দুকে স্বাধীনতা দিবসে লালকেল্লায় আনুষ্ঠানিক অভিবাদন।

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    MORE NEWS – Assembly বিধানসভাতেও কেষ্টচর্চায় মমতা।

    কখনও বেহালা ম্যান্টনে, তো কখনও আবার দলীয় সভায়। এবার সোমবার বিধানসভার (Assembly) অন্দরে অধিবেশন চলাকালীনও উঠে এল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। গরু পাচারের অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কিন্তু অনুব্রত মণ্ডলের ব্যাপারে দল এখনও নমনীয়। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করতে শোনা গিয়েছে। প্রসঙ্গত, সোমবার বিধানসভার অধিবেশনে কেন্দ্রীয় এজেন্সির ‘অতি সক্রিয়তা’ নিয়ে নিন্দায় সরব হয় শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিন বিধানসভার কক্ষে এই ইস্যুতেই ঝড় তোলে ঘাসফুল শিবির। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments