More
    HomeখবরCommonwealth games 2022 ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    Commonwealth games 2022 ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    Today Kolkata:- বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) ভারতে এল তৃতীয় সোনা। ভারোত্তলন থেকে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাংলার অচিন্ত্য শিউলি। বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ সোনা জয় করলেন অচিন্ত্য। ২০ বছরের ভারোত্তলক এদিন মোট ৩১৩ কেজি ওজন তোলেন৷ স্ন্যাচ ইভেন্টে ভারতীয় ওয়েট লিফটার শিউলি প্রথম টার্গেটে ১৩৭ কেজি তোলেন৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ১৪০ কেজি তোলেন৷ তৃতীয় টার্গেটে তোলেন ১৪৩ কেজি। স্ন্যাচে ১৪৩ কেজি তোলার পর তাঁর সাফল্য আসে। জানা যায়, হাওড়ার একটি গ্রাম থেকে উঠে আসা অচিন্ত্যর জীবন সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে। কঠোর সংগ্রামের পর পর জীবনে এসেছে সাফল্য। নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে অনেক লড়াই করে উঠে এসেছেন৷

    তাঁর বাবা রিক্সা চালাতেন৷ সংসার চালাতে পরিবারের বাকি সদস্যরাও প্রচুর পরিশ্রম করেছে৷ অচিন্ত্যর বয়স যখন মাত্র ৮ তখন তাঁর বাবা মারা যান৷ রোজগারের আশায় পরিবারের সদস্যদের সঙ্গে তিনিও ছোটবেলাতেই সেলাইয়ের কাজ শেখেন৷ স্থানীয় জিমে যোগ দেন মাত্র ১২ বছর বয়সে৷ কিন্তু সেলাইয়ের কাজ তিনি ছাড়েননি৷ তাঁর ঠাকুরদাও ভারোত্তলক ছিলেন৷ কমনওয়েলথে সোনা পাওয়ার পর অচিন্ত্য জানিয়েছেন, জীবনটা খুবই কঠিন৷ তিনি জিমে যোগ দেওয়ার পর কাজ করা খুবই কঠিন ছিল। কারণ, তার চেয়েও কঠিন ছিল অন্ন সংস্থান করা। অচিন্ত্যের দাদুও ওয়েটলিফটিং ট্রেনিং করতেন৷ অচিন্ত্যের এই খেলায় আসা অবশ্য হঠাৎ করেই৷

    Commonwealth games 2022 ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    MORE NEWS – টাকা কার, কে ষড়যন্ত্র করল? ইডি-র একাধিক প্রশ্নের মুখেও ‘স্পিক টি নট’ পার্থ।

    তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা তাঁর নয়। তা হলে ওই টাকা কার? রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সোমবার সকাল থেকে লাগাতার এই প্রশ্ন করেন ইডির তদন্তকারীরা (ED & Partha Chetterjee)। দুপুর পর্যন্ত খবর, অধিকাংশ ক্ষেত্রেই আগের মতোই মুখে কুলুপ আঁটছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ নয়তো জবাব এড়িয়ে যাচ্ছেন তিনি৷ এমনও দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে৷ উল্লেখ্য, ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে মোট প্রায় ৫২ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments