More
    HomeখবরCovid -19 বাড়ছে করোনার দাপট , সতর্কতা অবলম্বনে বৈঠক প্রধানমন্ত্রীর।

    Covid -19 বাড়ছে করোনার দাপট , সতর্কতা অবলম্বনে বৈঠক প্রধানমন্ত্রীর।

    Today Kolkata:- ফের দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা (Covid-19) সংক্রমণ। ফলে করোনা পরিস্থিতি পর্যালোচনায় বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । আতঙ্কের কিছু নেই। কিন্তু সতর্কতায় ঢিলে দেওয়া যাবে না এতটুকু।

    Covid -19 বাড়ছে করোনার দাপট , সতর্কতা অবলম্বনে বৈঠক প্রধানমন্ত্রীর।

    জানা গিয়েছে , বৈঠকে টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাকসিনেশন এবং কোভিড উপযুক্ত আচরণের ওপর নজর রাখতে বলা হয়েছে। হাসপাতাল গুলিতে মক ড্রিলের কথা বলা হয়েছে। কী কী করণীয়, সতর্কতা মেনে চলার পাশাপশি আলোচনা হয়েছে সম্ভাব্য সংক্রমণ বৃদ্ধির হারের মোকাবিলা নিয়ে।

    করোনা এবং ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকের পরে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী (Prime Minister)। সংক্রমণের পুরনো ছবি যাতে আর ফিরে না আসে , তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। সংক্রমণ ঠেকাতে নতুন করে মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো সতর্কতামূলক পদক্ষেপের উপর জোর দেওয়ার কথা বলেছেন তিনি। প্রধানমন্ত্রী সচিবালয়ের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর (Union Health Minister)।

    পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ, নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য)-সহ স্বাস্থ্য মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকেরা। দেশের করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি এই বৈঠকে সংক্রমণের সম্ভাব্য স্ফীতির মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

    Covid -19 বাড়ছে করোনার দাপট , সতর্কতা অবলম্বনে বৈঠক প্রধানমন্ত্রীর।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন রোহিতদের সতীর্থ , ধাক্কা খেল Team India

    Sweta Chakrabarty “ইঞ্জিনিয়ার মেয়ে শ্বেতা সম্পূর্ণ নির্দোষ”, দাবি মেধাবী শ্বেতা চক্রবর্তীর বাবার।

    Chengiz এই প্রথম হিন্দি এবং বাংলা ভাষায় একসঙ্গে মুক্তি , ইদে মুক্তি পাচ্ছে জিতের ‘চেঙ্গিজ’।

    Abhishek Banerjee পঞ্চায়েতের আগে বহুমুখী চ্যালেঞ্জ, জেলাওয়াড়ি বৈঠক মমতার, ম্যারাথন জনসভা অভিষেকের।

    MORE NEWS – তিহারে প্রথম রাত, পরিচিত ওষুধের পাতা না পেয়ে সমস্যায় অনুব্রত।

    হাজতবাসে যেতে হয়েছে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বীরভূমের বাঘ’ তৃণমূল নেতা অনুব্রতর তিহাড় যাপন। তিহার জেলে যাওয়া ঠেকাতে গত চার-পাঁচ মাস ধরে অনুব্রত মণ্ডলের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। দিল্লি যাত্রা ঠেকানো যায়নি। রাউস অ্যাভিনিউ কোর্ট গরু পাচার মামলায় ধৃত অনুব্রতকে ১৩ দিনের জন্য তিহারে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়ার পর আপাতত তাঁর ঠিকানা তিহার জেল। তাঁকে ফের ৩ এপ্রিল আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ সিবিআই (CBI) আদালতের বিচারক রঘুবীর সিংহ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments