More
    HomeখবরCWG2022 Dipak Puniya পাকিস্তানের ইনামকে হারিয়ে ভারতে সোনা আনলেন দীপক পুনিয়া।

    CWG2022 Dipak Puniya পাকিস্তানের ইনামকে হারিয়ে ভারতে সোনা আনলেন দীপক পুনিয়া।

    Today kolkata:- ম্যাচ শুরুর আগে স্নায়ুর চাপে বেশ ভুগছিলেন। কমনওয়েলথ গেমসে সোনা জিতে এমনটাই জানালেন কুস্তিগীর দীপক পুনিয়া। পাকিস্তানের মহম্মদ ইনাম বাটকে হারিয়ে এই জয় হাসিল করেছেন দীপক (CWG2022 Dipak Puniya )। উল্লেখ্য, ইনাম দুবার সোনা জয়ী। ২০১০ সাল ও ২০১৮ সালে সোনা জিতেছিলেন তিনি। আর এবার তাঁকে পিছনে ফেলে ভারতে ফের সোনা আনলেন দীপক। কুস্তিগীর দীপক পুনিয়া ৮৬ কেজি বিভাগে কমনওয়েলথ গেমসে ভারতের নবম সোনা জিতলেন। স্কোর ছিল ০-৩। মাত্র ২৩ বছর বয়সে তাঁর এই সাফল্যে গর্বিত পরিবার-পরিজন। ২০২১ সালে টোকিও অল্মিপিকসে (২০২০) অত্যন্ত ভাল খেলার পরেও নিজের ব্রোঞ্জ মেডেল হারাতে হয়েছিল তাঁকে।

    তবে এবারের সাফল্য সব কিছুকে ছাপিয়ে গেল। পুরুষদের ৮৬ কেজি বিভাগে জেতেন দীপক পুনিয়া। ভারতের কুস্তিগীর ৩ মিনিট ২২ সেকেন্ডে নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহামকে হারিয়ে পুরুষদের ৮৬ কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে ওঠেন। জয়ী হয়ে আনন্দে আপ্লুত দীপক বলেন, ‘ আমি খুবই উল্লসিত। নিজের খেলায় মন ও সংযোগ করে সাফল্য অর্জন করেছি। তবে একটু স্নায়ুর চাপে ছিলাম। কারণ, দিনটি ছিল ৫ আগস্ট। এই দিনে অলিম্পিকসের ব্রোঞ্জের ম্যাচে আমি হেরে গিয়েছিলাম’।

    CWG2022 Dipak Puniya পাকিস্তানের ইনামকে হারিয়ে ভারতে সোনা আনলেন দীপক পুনিয়া।

    Avishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক।

    Enforcement Directorate পণ্ডিতিয়ার ফ্ল্যাটে দরজা ভেঙে ঢুকল ইডি, কী থাকতে পারে এখানে?

    Priyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    Education Ministry সোমবার শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক, কী হতে পারে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত?

    MORE NEWS – ভারোত্তলনে সোনা এনে দিলেন বাংলার অচিন্ত্য শিউলি।

    বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Commonwealth games 2022) ভারতে এল তৃতীয় সোনা। ভারোত্তলন থেকে ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জয় করলেন বাংলার অচিন্ত্য শিউলি। বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস ২০২২ এ সোনা জয় করলেন অচিন্ত্য। ২০ বছরের ভারোত্তলক এদিন মোট ৩১৩ কেজি ওজন তোলেন৷ স্ন্যাচ ইভেন্টে ভারতীয় ওয়েট লিফটার শিউলি প্রথম টার্গেটে ১৩৭ কেজি তোলেন৷ দ্বিতীয় চেষ্টায় তিনি ১৪০ কেজি তোলেন৷ তৃতীয় টার্গেটে তোলেন ১৪৩ কেজি। স্ন্যাচে ১৪৩ কেজি তোলার পর তাঁর সাফল্য আসে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments