More
    HomeখবরDA Mamla ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    DA Mamla ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    Today kolkata:- ডিএ মামলা (DA Mamla) নিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ২০ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সেই রায় পুনর্বিবেচনা আবেদন করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, আগামী ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ। এমনকী, ১ বছরের মধ্যে বকেয়া মেটানোরও নির্দেশ দেওয়া হয়। হাই কোর্টের বেঁধে দেওয়া সেই সময়সীমা শেষ হওয়ার মুখেই রায়ের পুনর্বিবেচনায় ফের আদালতের দ্বারস্থ হল রাজ্য। উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুলাই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ডিএ নিয়ে যা রায় দিয়েছিল সেই রায়’ই বহাল রেখেছিল কলকাতা হাই কোর্ট।

    বিচারপতি বলেছিলেন, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে ডিএ নির্ধারণ করতে হবে রাজ্যকে। ডিএ মেটানোর সময়সীমাও বেধে দেওয়া হয়। আদালতে রাজ্য সরকার আগেই জানিয়েছিল, তহবিলে টাকা না থাকার কারণেই ডিএ দেওয়া যাচ্ছে না। রাজ্যের এই যুক্তি মানতে নারাজ ডিভিশন বেঞ্চ। এই অবস্থায় জল্পনা বাড়ছিল, রাজ্য সরকার কী অবস্থান নেয়। দেখা গেল ফের আদালতের দরজাতেই কড়া নাড়ল সরকার। শুক্রবার কলকাতা হাই কোর্ট জানায়, কেন্দ্রীয় হারেই ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। মহার্ঘ্য ভাতা সরকারি কর্মচারীদের সাংবিধানিক এবং মৌলিক অধিকার। বকেয়া ডিএ মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশ ছিল, ‘রাজ্য সরকার অল ইন্ডিয়া ইনডেক্স অনুযায়ী ডিএ দিতে বাধ্য।’

    DA Mamla ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    Atal Pension Yojana ১ অক্টোবর থেকে অটল পেনশন যোজনায় বড় ধাক্কা আয়করদাতাদের।

    MORE NEWS – কয়লাপাচার-কাণ্ডে আট আইপিএস আধিকারিককে ১৫ আগস্টের পর দিল্লিতে তলব ইডির।

    কয়লা পাচার (Coal Scam Case) মামলায় রাজ্যের আট আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ১৫ আগস্টের পর দিল্লিতে তাঁদের তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই সব আইপিএস শাসক দলের ঘনিষ্ট বলে জানা গিয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, এই আট আইপিএস আধিকারিক হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান এবং ভাস্কর মুখোপাধ্যায়। উল্লেখ্য, এই মামলায় আগেও সাত আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments