More
    Homeঅনান্যDada Saheb Falke "দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    Dada Saheb Falke “দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    Today kolkata:- ভারতীয় চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার (Dada Saheb Falke) পাচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। ইতিমধ্যেই ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ৭৯ বছর বয়সি এই অভিনেত্রী। শেষবার ২০১৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন অভিনেতা রজনীকান্ত। গত দু’‌বছর করোনার জন্য এই অনুষ্ঠান বন্ধ রাখতে হয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ ঠাকুর ঘোষণা করেছেন যে, ৩০ সেপ্টেম্বর ২০২০ সালের জন্য ‘দাদা সাহেব ফালকে’ পুরস্কার প্রবীণ অভিনেত্রী আশা পারেখের হাতে তুলে দেওয়া হবে। এই মঞ্চের পাঁচজন স্বনামধন্য সদস্যের জুরি অর্থাৎ হেমা মালিনি, পুনম ধিল্লন, টিএস নাগাভরানা, উদিত নারায়ণ এবং আশা ভোঁসলের জুরি তাঁকে এই পুরস্কারের প্রাপক হিসেবে মনোনীত করেছেন।

    জানা যায়, খুব অল্প বয়স থেকেই তাঁর অভিনয় জীবন শুরু। বলিউডের একাধিক কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁদের নায়িকার ভূমিকায় অভিনয় করে অনস্ক্রীন রোমান্সে মেতেছিলেন। ৬০-৭০ এর দশকে বলিউড ইন্ডাস্ট্রির হিট গার্ল হিসেবে পরিচিত হয়েছিলেন আশাজী। স্বনামধন্য এই অভিনেত্রীর ঝুলিতে প্রায় ৯৫ টি ছবি রয়েছে। এছাড়াও তিনি ১৯৯৮-২০০১ সাল পর্যন্ত CBFC চেয়ারপার্সন ছিলেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি ২৫-৫০ সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলত। “দিল দেখে দেখো”, “কাটি পতাং”, “তিসরি মঞ্জিল”, এবং “কারাভান” এর মতো একাধিক সুপার হিট চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত তিনি।

    Dada Saheb Falke “দাদা সাহেব ফালকে” পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী আশা পারেখ।

    DurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    MORE NEWS – মানিক ভট্টাচার্যকে গ্রেফতার নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের।

    দেশের শীর্ষ আদালতের নির্দেশে একদিনের স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। আগামী ২৪ ঘন্টা মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। কিন্ত মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ‘প্রাথমিকে টেটের ওএমআর শিট নষ্ট করার ঘটনায় কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল। তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments