More
    Homeঅনান্যDarjeeling Mail ১৫ আগস্ট থেকে নতুন গন্তব্যে ছুটবে দার্জিলিং মেল।

    Darjeeling Mail ১৫ আগস্ট থেকে নতুন গন্তব্যে ছুটবে দার্জিলিং মেল।

    Today Kolkata:- আর কয়েকদিন পরই বদলে যাচ্ছে দার্জিলিং মেলের (Darjeeling Mail) গন্তব্য স্টেশন। এবার থেকে শিয়ালদহ থেকে হলদিবাড়ি পর্যন্ত ছুটবে দার্জিলিং মেল (Darjeeling Mail)। এতদিন পর্যন্ত দার্জিলিং মেলের শেষ স্টেশন ছিল নিউ জলপাইগুড়ি। তবে চলতি মাসের ১৫ তারিখ থেকে পাল্টে যাচ্ছে এই ট্রেনের শেষ স্টেশন। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। পর্যটকরা উত্তরবঙ্গ, সিকিম-সহ একাধিক পর্যটনস্থলে পৌঁছতে সাধারণত এই ট্রেনটি ব্যবহার করেন। এ ছাড়াও নানাবিধ কাজে অনেকেরই একমাত্র ভরসা এই ট্রেনটি। আর সেই ট্রেনেরই যাত্রাপথ পাল্টে যাচ্ছে। এ বিষয়ে একটি নোটিশ দিয়ে বলা হয়েছে, এটি এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছোয় সকাল ৮টা থেকে ৮.২৫-এর মধ্যে। এর পর এটি যাবে জলপাইগুড়ি স্টেশনে যাবে সকাল ৯.২০ থেকে ৯.২২-এর মধ্যে। তারপর পৌঁছবে হলদিবাড়ি। হলদিবাড়িই হল এই ট্রেনের নবতম গন্তব্য স্টেশন।

    সেখানে ট্রেনটি পৌঁছোবে বেলা ১০টায়। আবার হলদিবাড়ি রেল স্টেশন থেকে যাত্রা শুরু হবে সন্ধ্যা ছ’টায়। জলপাইগুড়ি এসে পৌঁছোবে ৬টা থেকে ৬.২২-এর মধ্যে। তার পর এনজিপি বা নিউজলপাইগুড়ি স্টেশনে পৌঁছোবে সন্ধে ৭.৩৫ থেকে ৮টার মধ্যে। শেষে শিয়ালদহে দার্জিলিং মেল পৌঁছোবে ভোর ছ’টায়। এনজিপি ছাড়াও উত্তরবঙ্গে প্রবেশের ও উত্তর-পূর্বের রাজ্যগুলির প্রধানদ্বার অসমে প্রবেশের ক্ষেত্রে এই পরিবর্তন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। কোচবিহার জেলার মেখলিগঞ্জ সাব-ডিভিশনে উপস্থিত এই রেল স্টেশনের সঙ্গে এই সংযুক্তিকরণ নতুন কোনও দিশা উন্মোচিত করবে বলেও অনুমান। তাছাড়া এই সিদ্ধান্তের ফলে সরাসরি লাভবান হতে চলেছেন জলপাইগুড়ি এবং কোচবিহারের বাসিন্দারা। পাশাপাশি দার্জিলিং থেকে ফেরার সময়ও বহু মানুষ এখন থেকে সুবিধা পাবেন।

    Darjeeling Mail ১৫ আগস্ট থেকে নতুন গন্তব্যে ছুটবে দার্জিলিং মেল।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    Partha Chatterjee বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

    উল্লেখ্য, উত্তরবঙ্গ, সিকিম-সহ একাধিক পর্যটনস্থলে পৌঁছাতে এই ট্রেনটি ব্যবহার করেন বহু সাধারণ মানুষ। এছাড়াও নানা কাজের জন্য অনেক মানুষের একমাত্র ভরসা এই দার্জিলিং মেল। মূলত সেই কারণেই এই ট্রেনের যাত্রাপথ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। হলদিবাড়ি থেকে দার্জিলিং মেল চালু করার করা হচ্ছিল বহুদিন ধরেই। অবশেষে সেই দাবি পূরণ হতে চলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments