More
    Homeঅনান্যDattapukur দত্তপুকুর এর কাশিমপুর এলাকার গতকাল রাতে গুলি করে খুন হন জমি...

    Dattapukur দত্তপুকুর এর কাশিমপুর এলাকার গতকাল রাতে গুলি করে খুন হন জমি ব্যবসায়ী।

    Today Kolkata:- দত্তপুকুর (Dattapukur) এর কাশিমপুর এলাকার গতকাল রাতে গুলি করে খুন হন জমি ব্যবসায়ী মান্মাথ মন্ডলকে। তার মৃতদেহ আজ 5:40 নাগাদ তার বাড়িতে এসে পৌঁছায়। ঠিক তার 10 মিনিটের মধ্যেই মান্মাথ মণ্ডলের বাড়িতে আসে ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং ও আমডাঙ্গার বিধায়ক রফিকার রহমান। পরিবারের পাশে থাকার আশ্বাস, অবিলম্বে গ্রেফতার হবে দোষীরা সাজা পাবে। এত বড় রাজ্য এত বড়ো দেশ ইন্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অপরাধীদের ধরা যায় কিভাবে অপরাধীরা ধরা যায় চিন্তা সরকার করবে। আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা হতে পারে। তার পরেও কোন রাজনৈতিক কারণ নয় খুন এর পেছনে জমি জমি ব্যবসায়িক সংক্রান্ত গন্ডগোল। আর তার জেরে খুন সাজা পাবে দাবি অর্জুন সিং এর।

    Dattapukur দত্তপুকুর এর কাশিমপুর এলাকার গতকাল রাতে গুলি করে খুন হন জমি ব্যবসায়ী।

    Kalyani J.N.M. Hospital ডাক্তার নার্স এর গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনায় উত্তাল কল্যাণী J.N.M হসপিটাল।

    Hooghly Srirampur হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃনমূল যুব সভানেত্রীর স্বামী অরিজিৎ দাসের অশ্লীল ছবি ভাইরাল।

    MORE NEWS – উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের বিক্ষোভ, স্নাতকস্তরে ভর্তিতে সমস্যার অভিযোগ।

    উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীদের বিক্ষোভ, স্নাতকস্তরে ভর্তিতে সমস্যার অভিযোগ। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীরা বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র পাচ্ছেন না,আর তার ফলে স্নাতক স্তরে ভর্তিতে সমস্যার সৃষ্টি হয়েছে, এরকমই অভিযোগ তুলে স্কুল বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ দেখালো বারাসতের কালীকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ,বিদ্যালয় কতৃপক্ষ বিদ্যালয় পরিত্যাগের শংসাপত্র না দেওয়ায় আজ তাদের বারাসাত পৌরসভায় আসতে বলা হয়। CONTINUE READING

    MORE NEWS – মানিকচকের কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক।

    মানিকচকের (Manikchak) কালিন্দী এলাকা থেকে বেআইনি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ধৃত এক। রবিবার গভীর রাতে মানিকচক থানার আইসি পার্থসারথি হালদার গোপন সূত্র মারফত খবর পান শোভানগর থেকে বাইকে করে এক দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র সহ মানিকচকের দিকে প্রবেশ করছে সেই গোপন সূত্রের খবর অনুসারে মানিকচক থানার এসআই কাজল দাস ও ভঞ্জন ঘোষের নেতৃত্বে এক বিশাল পুলিশবাহিনী হানা দেয় সেই এলাকায় এবং কালিন্দী এলাকায় সেই ব্যক্তিকে দেখতে পেয়ে ধরে ফেলে পুলিশ প্রশাসনের আধিকারিকরা। তাকে তল্লাশি অভিযান চালালে তার প্যান্ট এর পেছনের দিক থেকে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments