More
    Homeঅনান্যDehradun হড়পা বানে ডুবল সেতু, ভাঙল রাস্তা! দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ...

    Dehradun হড়পা বানে ডুবল সেতু, ভাঙল রাস্তা! দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ দুর্যোগ।

    Today Kolkata:- তখন শনিবার ভোর প্রায় পৌনে তিনটে। উত্তরাখণ্ডের দেরাদুন (Dehradun) জেলার রায়পুর ব্লকে আচমকাই মেঘ ফেটে তুমুল বৃষ্টি শুরু হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফ। গ্রামে আটকে থাকা এলাকাবাসীকে উদ্ধার করা হয়েছে। তার আগেই অবশ্য কাছাকাছি একটি রিসর্টে আশ্রয় নিয়েছেন অনেকেই। শুক্রবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে দেরাদুন। ব্যাপক বৃষ্টিপাতের জেরে বিখ্যাত তপকেশ্বর মহাদেব মন্দিরের কাছে প্রবাহিত তমসা নদী ভয়ংকর রূপ ধারণ করে। বিচ্ছিন্ন হয়ে পড়ে মাতা বৈষ্ণো দেবী গুহা যোগ মন্দির এবং তপকেশ্বর মহাদেবের যোগাযোগ। জলমগ্ন হয়ে পড়ে সেতুও। তবে প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য বিপিন জোশী৷ অন্যদিকে, একইসঙ্গে বৃষ্টি ছেড়ে কার্যত নাজেহাল অবস্থা জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার কাটরা শহর। মাতা বৈষ্ণো দেবী মন্দিরের কাছেও ভারী বৃষ্টিপাত হয়। যার জেরে হড়পা বান দেখা দেয়।

    অপ্রতিকর ঘটনা এড়াতে বৈষ্ণোদেবী মন্দিরে ভক্তদের যাত্রা সাময়িক বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মোতায়েন করা হয়েছে। শ্রী মাতা বৈষ্ণো দেবী মন্দির বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কোন ক্ষয়ক্ষতি বা প্রাণ হানির ঘটনা ঘটেনি। উল্লেখ্য, প্রায় মাসখানেক আগেই অমরনাথের গুহা এলাকায় মেঘ বিস্ফোরণ ঘটে। গুহা সংলগ্ন ‘নালা’ থেকে প্রচুর জল বেরিয়ে প্লাবিত হয়ে পড়েছিল গোটা এলাকা। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় অমরনাথ যাত্রার পথ। সাময়িকভাবে বন্ধ হয়ে পড়েছিল তীর্থযাত্রা। আটকে পড়েন বহু তীর্থযাত্রী। অবশেষে ভারতীয় বায়ুসেনার চারটি Mi-17V5 এবং চারটি চিতল হেলিকপ্টার অমরনাথ মন্দিরে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য মোতায়েন করা হয়।

    Dehradun হড়পা বানে ডুবল সেতু, ভাঙল রাস্তা! দেরাদুনে মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ দুর্যোগ।

    MORE NEWS – নগদ ৫ কোটি ৬৩ লাখ, ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের দুই ব্যবসায়ী।

    টেন্ডার পাইয়ে দেওয়ার নামে ১০ কোটি টাকা, বিলাসবহুল গাড়ি নিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তা সত্ত্বেও শেষমেশ কাজের বরাত পাননি। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়ে এমনই দাবি করেছেন সিউড়ির এক ব্যবসায়ী প্রবীর মণ্ডল (Tender On Anubrata)। এ যেন পার্থ অর্পিতা কাণ্ড থেকে কিছু কম নয়! গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments