More
    Homeঅনান্যDengue virus Kolkata city একইদিনে শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ২।

    Dengue virus Kolkata city একইদিনে শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ২।

    Today Kolkata:- Dengue virus Kolkata city শহরে ফের ডেঙ্গুতে বলি হতে হল দু’জনকে। বৃহস্পতিবার একইদিনে দশম শ্রেণির পড়ুয়া-সহ দু’জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের। জানা গিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে এদিন রাতে সায়ন হালদার নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওইদিনই সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে অর্চনা দেবী নামে ২৯ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। দক্ষিণ দমদম পুরসভা এলাকার দশ নম্বর ওয়ার্ডের ছাতাকল আমবাগানের বাসিন্দা সায়ন হালদার। দশম শ্রেণির পড়ুয়া সায়ন ষষ্ঠীর দিন থেকেই জ্বরে ভুগছিল। জ্বর না কমায় বৃহস্পতিবার ওই কিশোরের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর পরিবারের লোকজন প্রথমে তাঁকে দমদম পুরসভার হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাঁকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত ডেঙ্গু আক্রান্ত ওই পড়ুয়াকে ভর্তি করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

    Dengue virus Kolkata কলকাতায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু।

    Dengue virus Siligurhi শিলিগুড়িতে ফের ডেঙ্গুর থাবা, মৃত শিশু।

    শেষমেশ আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাঁকে। কিন্ত শেষরক্ষা করা যায়নি। ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সায়নের। এদিকে বৃহস্পতিবার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে অর্চনা দেবী (২৯) নামে এক মহিলার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডেঙ্গু আক্রান্ত ওই মহিলা বুধবার থেকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। বাঁচানো গেল না তাঁকেও। এই নিয়ে এখনও পর্যন্ত রাজ্যে অন্তত ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন। রাজ্য স্বাস্থ্য দফতরের অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানিয়েছেন, গত এক সপ্তাহে ৪ হাজার ৬৭৮ জন নতুন করে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭০১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    Dengue virus Kolkata city একইদিনে শহরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত ২।

    MORE NEWS – ফিফা বিশ্বকাপে হিন্দিতে গান গাইবেন নোরা।

    এই প্রথম ফুটবল বিশ্বকাপে গানে গানে উন্মাদনার পারদ চড়াবেন ভারতের তারকা নোরা ফাতেহি। নোরাই প্রথম, যিনি ভারতের তারকা হিসাবে ফিফা বিশ্বকাপ ২০২২-এ থিম গানের ভিডিয়োতে আত্মপ্রকাশ করতে চলেছেন। জানা গিয়েছে, ভারত এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি। গানের পাশাপাশি নৃত্য পরিবেশনা করতে দেখা যাবে নোরাকে। অনুষ্ঠানে শেষ গানও তিনিই গাইবেন। অবাক করার ব্যাপার হল, গান গাইবেন হিন্দিতে! যা ফিফার ইতিহাসে এই প্রথম। ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে এই গান তৈরি করেছে রেড ওয়ান সংস্থা। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments