More
    HomeখবরDilip Ghosh কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে', বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    Dilip Ghosh কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে’, বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    Today kolkata:- ‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় চলছে, খারাপ লাগলে বলতে পারব না?’ সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে এই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷ তাঁর এই মন্তব্যে বেজায় অস্বস্তিতে রাজ্য বিজেপি৷ যদিও তাতে আমল দিতে নারাজ দিলীপ ঘোষ। উল্টে নিজের অবস্থানেই অনড় তিনি। তিনি এও বলেন, ‘সাধারণ মানুষের জন্য রাজনীতি করি৷ রাজ্যে পরিবর্তনের জন্য লড়াই করছি৷ কাউকে সন্তুষ্ট করার জন্য নয়।’ প্রায় একমাস ধরে রাজ্যে নতুন করে সক্রিয় হয়েছে ইডি এবং সিবিআই৷ ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্ত সিবিআইয়ের ভূমিকায় সন্তুষ্ট নন দিলীপ ঘোষ৷ বরং ইডি-কে প্রশংসায় ভরিয়ে দেন তিনি৷ এর পরেই অস্বস্তিতে পড়ে বিজেপি৷

    নিউটাউন ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

    এ দিনও দিলীপ ঘোষ বলেন, ‘কার সিবিআই দেখার দরকার নেই৷ পাবলিকের টাকায় একটা কেন্দ্রীয় এজেন্সি চলছে, খারাপ লাগলে বলতে পারব না? ক্ষোভের সঙ্গে তিনি আরও বলেন, আমাদের উপরে অত্যাচার হয়ছে৷ ভোটের পরে ৬০ জন কর্মী খুন হয়েছে৷ আমরা তার বিচার চেয়ে আদালতের কাছে গিয়েছিলাম৷ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল৷ আমি বিচার না পেলে বলতে পারব না?’ তাঁর এই মন্তব্যকে যে দল অনুমোদন করছে না, তা স্পষ্ট বুঝিয়ে দেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তিনি বলেছিলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি কীভাবে কাজ করে তা তো ওনার জানার কথা নয়৷’ সূত্রের খবর,কেন্দ্রীয় এজেন্সি নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্যের পর দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্য নেতৃত্বের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে৷

    Dilip Ghosh কার সিবিআই জানি না, পাবলিকের টাকায় চলছে’, বিস্ফোরক মন্তব্য দিলীপের।

    MORE NEWS – দিঘার ওপর দিয়ে সক্রিয় মৌসুমী রেখা, তুমুল বৃষ্টির পূর্বাভাস।

    দুই বঙ্গে আবহাওয়ার দুই পরিস্থিতি। উত্তরবঙ্গে বাড়বে তাপমাত্রা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েক দিনে উত্তরবঙ্গে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সকালে মূলত মেঘলা আকাশ। সকাল থেকে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব-পশ্চিম মেদিনীপুর , ঝাড়গ্রাম, হাওড়া,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments