More
    HomeখবরDuare Sarkar “আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার...

    Duare Sarkar “আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প” , জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন।

    Today Kolkata:- Duare Sarkar দুয়ারে সরকার নিয়ে জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প হবে। সেই দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যজুড়ে কীভাবে পরিচালিত হবে তার জন্য একাধিক গাইডলাইন নবান্নের তরফে দেওয়া হল জেলাগুলিকে।

    পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে জেলায় জেলায় কত ক্যাম্প পাবে? তার লক্ষ্যমাত্রা কার্যত নির্দিষ্ট করে দিল নবান্ন। নবান্ন (Nabanna) সূত্রে খবর যে গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ২ লক্ষ দুয়ারে সরকার ক্যাম্প করার নির্দেশ দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে ২ লক্ষ ক্যাম্পের মধ্যে ৮০ হাজার ক্যাম্প বিভিন্ন জেলায় জেলায় বুথ ভিত্তিক করা হবে। মোবাইল ক্যাম্প হবে ২০ হাজার।

    ঠিক একইভাবেই যখন পরিষেবা দেওয়া হবে উপভোক্তাদের, তখন ঠিক একইভাবে ক্যাম্প আয়োজন করে পরিষেবার দিতে হবে উপভোক্তাদের। পাশাপাশি গাইডলাইনেও বলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য রাজ্য সরকার “জিরো টলারেন্স পলিসি” নিয়েছে।

    আবেদনপত্র পূরণ করে দেওয়ার জন্য টাকা নেওয়া, ফটোকপি করার জন্য টাকা নেওয়া সহ যদি এই সংক্রান্ত কোনও অভিযোগ ওঠে তাহলে কড়া পদক্ষেপ নিতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে যদি কোনওরকম অভিযোগ ওঠে, তাহলে জেলা প্রশাসনকে করা পদক্ষেপ নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে গাইডলাইনে।

    Duare Sarkar “আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্প” , জেলাগুলিকে বিশেষ গাইডলাইন দিল নবান্ন।

    Weather Strom সাত জেলায় ঝড়বৃষ্টি , রবিবার থেকে আবার স্বমহিমায় ফিরছে কালবৈশাখী।

    নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আধার সংযোগ করার ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে ক্যাম্পগুলিতে। ইতিমধ্যেই মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, দুয়ারে সরকার ক্যাম্প পাবে বুথ ভিত্তিক। পঞ্চায়েত নির্বাচনের আগে দুয়ারে সরকারকে (Duyare Sarkar) বুথমুখী করার জন্য এই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে নবান্নের তরফে। উপভোক্তাদের যখন পরিষেবা প্রদান করা হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তাও দিতে হবে বলেও গাইড লাইনে উল্লেখ করা হয়েছে।

    যে জায়গাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প পাবে, তাকে কেন্দ্র করে যাতে বহুল প্রচার করা হয় সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) আগে দুয়ারে সরকার ক্যাম্প কেই পাখির চোখ করছে নবান্ন বলেই মনে করছে প্রশাসনিক মহলের একাংশ।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments