More
    Homeঅনান্যDurga puja পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার...

    Durga puja পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার মূর্তি? জানুন কী সেই রহস্য।

    Today kolkata:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga puja) শুরু হতে আর একটা মাসের অপেক্ষা। অনেকেই পুজোর কেনাকাটাও শুরু করে দিয়েছেন। আকাশে বাতাসে যেন পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে। তবে যেই পুজো নিয়ে বাঙালিরা এতো মেতে থাকে সেই পুজো সম্মন্ধে এমন অনেক বিষয় রয়েছে যা অধিকাংশ বাঙালি জানে না। আপনি কি জানেন মা দুর্গার মূর্তি তৈরি হয় কোন মাটি ব্যবহার করে? কেন ব্যবহার করা হয় এই মাটি? অবশ্য খুব কম সংখ্যক লোকেরাই জানেন যে, মায়ের মূর্তি তৈরি করা হয় অপবিত্র ও অশুচি এলাকা অর্থাৎ পতিতালয়ের মাটি দিয়ে। এছাড়াও ব্যবহার হয় গঙ্গা জল, গাভীর মূত্র, গোবর, ধানের শিষ ইত্যাদি। আর এই সব পদার্থগুলির মিশ্রনে তৈরি হয় দেবী মূর্তি।

    পুজোর কয়েকমাস আগে থেকেই কুমোর পাড়ার মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে থাকে। তাদের কাদামাখা হাতে জেগে ওঠে মৃন্ময়ী রূপে দেবী মা দুর্গা। প্রথমে একমেটে তারপর দোমেটে থেকে ধাপে ধাপে ফুটে ওঠে মা দুর্গার মূর্তি (Durga puja)। আসলে এখানকার মাটি ব্যবহার করে দেবমূর্তি তৈরির পিছনে কারণ হল পতিতাদের সমাজে ভালো চোখে দেখা হয় না। তাদের প্রাপ্য শুধু বাঞ্চনা আর অবজ্ঞা। শাস্ত্রমতে পুরুষমানুষ যখন কোনও পতিতালয়ে গিয়ে কোনো পতিতার সাথে ঘনিষ্ট হয় তখন সেই ব্যক্তি তার জীবনের সব সঞ্চিত পুন্য সেখানেই ফেলে আসেন। আর নিয়ে যান পাপের বোঝা। তাই মানব সম্প্রদায় বিশ্বাস করে যে, মানুষের কামনা, বাসনা ও লালসা নিয়ে নিজেদের অশুদ্ধ ও অপবিত্র করে সমাজকে শুদ্ধ করে তোলেন বেশ্যারা।

    Durga puja পতিতালয়ের মাটি ছাড়া কেন তৈরি করা হয় না মা দুর্গার মূর্তি? জানুন কী সেই রহস্য।

    CBI vs Partho & Arpita পার্থ ও অর্পিতাকে হেফাজতে নিয়ে এবার জেরা করতে চায় সিবিআই।

    এদিকে হাজার হাজার পুরুষের পুণ্যে পতিতালয়ের মাটি হয়ে ওঠে পবিত্র। আর সেই পবিত্র মাটি দিয়ে গড়া হয় দেবী মূর্তি। এই আচার থেকে বোঝানো হয় যে, নারীকে বেশ্যা বানায় পুরুষের লালসা। তাই মায়ের প্রতিমা তৈরিতে পতিতালয়ের মাটি দেওয়া হয় যাতে যাঁরা এই পরিস্থিতির শিকার হন তাঁদের সম্মান করা হয়। শরৎকালে হয় দেবীর অকাল বোধন ৷ এই সময় মহামায়া ৯টি রূপে পূজিতা হন৷ আর মায়ের নবম রূপটিই হল পতিতালয়ের প্রতিনিধি।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments