More
    HomeকলকাতাDurga Puja 2021: সপ্তমী থেকে নবমী অতিরিক্ত মেট্রো, উত্‍সবের দিনগুলিতে বিধি-নিষেধে...

    Durga Puja 2021: সপ্তমী থেকে নবমী অতিরিক্ত মেট্রো, উত্‍সবের দিনগুলিতে বিধি-নিষেধে কিছুটা ছাড়

    করোনা মহামারির আতঙ্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি রাজ্যবাসী। তারই মধ্যে চলে এসেছে বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো (Durga Puja 2021)। অতিমারির দাপটে গতবছর একেবারে জৌলুসহীন ছিল বাঙালির সেরা উত্‍সব। এবার অবশ্য পরিস্থিতি অনেকটাই ভালো। তবে এবারও উদ্যোক্তাদের বিধি-নিষেধ মেনেই দুর্গাপুজোর (Durga Puja 2021) আয়োজন করতে হবে। ইতিমধ্যেই মণ্ডপগুলোর ব্যবস্থাপনা ঘুরে দেখেছেন কলকাতা পুলিশের (Kolkata Police) আধিকারিকরা। কলকাতা পুলিশের সঙ্গে ছিলেন CESC, PWD এবং দমকলের আধিকারিকরাও।

    Durga Puja 2021: সপ্তমী থেকে নবমী অতিরিক্ত মেট্রো, উত্‍সবের দিনগুলিতে বিধি-নিষেধে কিছুটা ছাড়

    Read More-IPL 2021: আজ আইপিএল-এ মুখোমুখি রাজস্থান রয়্যালস এবং মুম্বই ইন্ডিয়ান্স

    কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, গতবারের মতো এবারও করোনাবিধি মেনেই এবারও মণ্ডলগুলোতে দুর্গাপুজো হবে। বজায় থাকবে “নো এন্ট্রি” নিয়ম। আগে থেকে জানাতে হবে পুজোর সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবকদের নামও। বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন এবং ছোট পুজোর ক্ষেত্রে ১২ জন স্বেচ্ছাসেবকের তালিকা তৈরি করতে হবে। এবং তা মণ্ডপের বাইরে টাঙিয়ে দিতে হবে।

    Read More-শীঘ্রই গাড়ির হর্নের কর্কশ শব্দের বদলে বাজতে পারে সেতার, বীণা, বাঁশির সুমধুর সুর: নীতিন গডকড়ি

    এদিকে উত্‍সবের দিনগুলিতে অতিরিক্ত একঘণ্টা মেট্রো  চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমী- পুজোর এই মূল তিনদিন নর্থ-সাউথ করিডরে দর্শনার্থীদের যাতায়াতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ যোশি জানান, করোনাবিধি মেনে স্রেফ স্মার্ট কার্ডের মাধ্যমেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা মিলবে। এই মুহূর্তে রাত সাড়ে ৯টায় শেষ মেট্রো পাওয়া যাচ্ছে। পুজোর তিনদিন শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। ওই সময়ে দিনে দু’টি ট্রেনের সময়ের ব্যবধান বাড়বে। তবে সন্ধ্যার পর ঘনঘন ট্রেন মিলবে। তবে লোকাল ট্রেন (Local Train) চালানো নিয়ে কোনও ঘোষণা নেই। ফলে এই দফাতেও চালু হচ্ছে না ট্রেন।

    Read More-পুজোর পর স্কুল খোলার প্রস্তুতি, স্কুল ভবন সংস্কারে ১০৯ কোটি অর্থ বরাদ্দ রাজ্যের

    একইসঙ্গে উত্‍সবের দিনগুলিতেও রাজ্যজুড়ে চলমান বিধি-নিষেধ জারি থাকবে। ৩০ অক্টোবর পর্যন্ত এই বিধি বাড়িয়েছে সরকার। যদিও পুজোর দিনগুলিতে রাতের বিধি-নিষেধ কিছুটা শিথিল থাকবে। ফলে রাত জেগে ঠাকুর দেখতে সমস্যা হবে না উত্‍সবমুখর বাঙালির। অক্টোবরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কার্ফু বহাল থাকবে। তবে ছাড় দেওয়া হয়েছে পুজোর দিনগুলিতে। ১০ থেকে ২০ তারিখ পর্যন্ত রাতে যান চলাচল ও মানুষের যাতায়াতে কোনও নিষেধাজ্ঞা থাকছে না।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments