More
    Homeজাতীয়Durga Puja 2021: দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা মোদী-মমতার

    Durga Puja 2021: দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা মোদী-মমতার

    আজ বিজয়া দশমী। সকাল থেকে বিষাদের সুর বঙ্গে। অন্যদিকে গোটা দেশে আজ উদযািপত হবে দশেরা। অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী।

    Durga Puja 2021: দেশবাসীকে বিজয়া দশমীর শুভেচ্ছা মোদী-মমতার

    Read More-IPL 2021: আজ IPL ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স

    রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লেখেন, ‘বিজয়া দশমী ও দশেরাতে দেশের সহ-নাগরিকদের শুভেচ্ছা জানাই।’সাধারণ মানুষ যেন এই উত্‍সবের হাত ধরে সত্‍ জীবন যাপনের পথে আরও একটু এগিয়ে যেতে পারেন।’ সকলকে আনন্দে থাকার কথাও বলেছেন তিনি।

    বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বিজয়া দশমীর বিশেষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা।’ আজ গোটা দেশে রামনবমী উদযাপিত হচ্ছে। দেশবাসীকে রামনবমীরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।’

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments