More
    HomeকলকাতাDurga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন', দুর্গাপুজোর...

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    Today kolkata: Durga Puja 2022 শহরে আগাম শারদীয়া মরশুম। দুর্গাপুজোর শোভাযাত্রায় পা দিয়েই এদিন জোড়াসাঁকো থেকে ‘পুজো’ শুরুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকো থেকে রেডরোড পর্যন্ত দুর্গাপুজোর দীর্ঘ পথের বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী।

    তিনি বলেন, ‘‘আজ থেকেই আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেল। সমস্ত ধর্ম, বর্ণকে নিয়ে এগিয়ে চলব আমরা। মানবিকতার কোনও ধর্ম নেই। একতাই আমাদের মূল সম্পদ। সবাই আনন্দ করুন। মনকে সবুজ রাখুন। বাংলা নতুন করে জাগাক সকলকে। এই পৃথিবী একটাই দেশ। আমাদের জাত একটাই। আমরা মানুষ।”

    দুপুর দুটোয় শুরু করে এই শোভাযাত্রা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল ফটকের সামনে থেকে শুরু বর্ণাঢ্য পদযাত্রা। হালকা বৃষ্টির মধ্যেই ধীরে ধীরে এগিয়ে চলে ধর্মতলার দিকে। এরপর শেষ হয় রেড রোডে। এই পদযাত্রাকে ঘিরে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। কলকাতা পুলিশের কড়া নিরাপত্তার ব্যবস্থাও ছিল। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে বর্ণাঢ্য পদযাত্রা পৌঁছোয় রেড রোডে।

    Durga Puja 2022 : পুজো শুরু আজ থেকেই. সবাই আনন্দ করুন’, দুর্গাপুজোর শোভাযাত্রায় ঘোষণা মমতার

    Lakshmir Bhandar নজর কাড়বে ‘লক্ষ্মীর ভান্ডার’! দুর্গাপুজো পদযাত্রার ১৭ দফা গাইডলাইন জারি নবান্নের।

    Anubrata Mandal মমতা বন্দ্যোপাধ্যায় অনেক করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ আত্মবিশ্বাসী অনুব্রতর।

    Weather Update Digha দিঘার উপকূলের গভীর নিম্নচাপের জেরে ভাসতে পারে দুই জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    CBI vs Anubrata Mandal গরুপাচার করা হতো দু’টি পশু হাট থেকে, কেষ্টবিষ্টুরা জড়িত বলে সিবিআইয়ের দাবি।

    Bolpur Medical Super ১৪ দিনের ‘বেড রেস্ট’ লিখে দেওয়ার অনুরোধ করেন অনুব্রত, দাবি চিকিৎসক চন্দ্রনাথের।

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    পুজো প্রায় দোড়গোড়ায়, জেনে নিন এবারের মহালয়ার দিনক্ষণ, শুভ মুহূর্ত, অমৃতযোগ ও মহেন্দ্রক্ষণ।

    Jorhat Runway জোরহাটে রানওয়ে থেকে পিছলে গেল ইন্ডিগো-র কলকাতাগামী বিমানের চাকা, রক্ষা পেলেন যাত্রীরা।

    আজ, বৃহস্পতিবার শোভাযাত্রায় সামিল ছিলেন  মুখ্যসচিব, সেলেব্রিটি, বিশিষ্টজনেরাও। এছাড়াও ছিলেন শহরের পুজো উদ্যোক্তা ও ক্লাব সংগঠন।ঢাক-শঙ্খধ্বনি, ধুনুচির ধোঁয়ায় রাজপথে শারদীয়ার সুর বেজে ওঠে। ধামসা-মাদল ও বাংলার সংস্কৃতির ঐতিহ্যে ভরপুর, মেয়র-মন্ত্রী-বিধায়কদের নাচে-গানে উৎসবমুখর শোভাযাত্রা সকলের নজর কাড়ে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments