More
    Homeঅনান্যDurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের...

    DurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    Today Kolkata:- DurgaPuja & Kesto Mondal এবছর পুজো বাপ বেটির একেবারেই ভালো কাটবে না। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অনুভূত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের বিষয়ে। ফি বছর পুজোর দিনগুলি তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত দুর্গাপুজো নিয়ে কাটাতেন। তবে তার মাঝেও সময় বের করে মেয়েকে নিয়ে সিউড়ি, বোলপুর, রামপুরহাটের কয়েকটি বাছাই মণ্ডপে ঢুঁ মারতেন। কিন্তু এবছর ছবিটা একেবারেই অন্য। গরু পাচার মামলার অভিযোগে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন আসানসোলের সংশোধনাগার। সেখানেই এ বছর পূজো কাটাতে হবে তাঁর। অন্যদিকে মেয়ের দিন কাটছে বোলপুরের বাড়িতে মনমরা হয়ে। বাপের বেজার মন কাটাতে এবার বিশেষ নজর দিচ্ছে সংশোধনাগার। পুজোর ৪দিন সেখানে আয়োজন হচ্ছে রীতিমত এলাহি ভুরিভোজের। আসানসোল কেন্দ্রীয় সংশোধানাগারে সপ্তমী থেকে দশমী থাকছে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন।

    দেশি মুরগির ঝোল থেকে দেশি কাতলার কালিয়া, ফ্রায়েড রাইস থেকে বাসন্তী পোলাও, লুচি থেকে পরোটা, ফুলকপির রোস্ট থেকে বাঁধাকপির শাহী হালুয়া, আর থাকছে নানান রকমের মিষ্টি, সঙ্গে মটন বিরিয়ানি। পুজোর চারদিনই বন্দিদের কনুই ডুবিয়ে কেষ্ট’র সেবায় মন দেবে আসানসোল সংশোধনগার কর্তৃপক্ষ। তবে সেখানকার বাকি বন্দিদের জন্যও একই ভোজের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেল সূত্রে জানা গিয়েছে, সপ্তমীর মেনুতে কেষ্ট’র পাতে থাকবে দেশি মুরগির ঝোল, রাতে ফ্রায়েড রাইস। অষ্টমির সকালে লুচি, রাতে পরোটা। নবমীর সকালে মাছের কালিয়া ও দেশি মুরগীর ঝোল। রাতে মটন বিরিয়ানি। দশমীর দিন মেনুতে থাকছে ফিস কালিয়া উইথ বসন্তী পোলাও। রাতে ফ্রায়েড রাইস, সঙ্গে ফুলকপির রোস্ট। এছাড়া দুই বেলাই শেষপাতে থাকছে মিষ্টিও। বোঝাই যাচ্ছে দুর্গাপুজো উপলক্ষে ভুরিভোজোর আয়োজনে কোনও খামতি রাখছে না জেল কর্তৃপক্ষ।

    DurgaPuja & Kesto Mondal পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    MORE NEWS – Kurhmi Samaj অবশেষে রেল অবরোধ তুলে নিলেন কুড়মি সমাজের আন্দোলনকারীরা।

    অবশেষে ১০০ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার করলেন কুড়মি (Kurhmi samaj) সম্প্রদায়ের মানুষজন। শনিবার পঞ্চমদিনে পড়েছিল তাঁদের আন্দোলন। প্রশাসনিক বৈঠকের পর অবশেষে রেল ও জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নিল কুড়মি সমাজের বিভিন্ন আন্দোলনকারী সংগঠন। জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ তিন জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন আদিবাসী কুড়মি সমজের মুখ্য উপদেষ্টা অজিত মাহাতো। প্রায় এক ঘন্টা ধরে চলে বৈঠক। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments