More
    Homeপশ্চিমবঙ্গDVC-র জন্যই রাজ্যে বন্যা পরিস্থিতি, নালিশ জানিয়ে মোদীকে চিঠি ক্ষুব্ধ মমতার

    DVC-র জন্যই রাজ্যে বন্যা পরিস্থিতি, নালিশ জানিয়ে মোদীকে চিঠি ক্ষুব্ধ মমতার

    ডিভিসির জল ছাড়া নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রকে তোপ দেগে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির জন্য বরাবরই ডিভিসিকে তোপ দেগে এসেছেন মমতা। এই আবহে এবার ডিভিসি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ফের একবার মমতার কথায় উঠে এল ‘ম্যান-মেড বন্যা’ তত্ত্ব।

    DVC-র জন্যই রাজ্যে বন্যা পরিস্থিতি, নালিশ জানিয়ে মোদীকে চিঠি ক্ষুব্ধ মমতার

    Read More-পুজোর আগে সুখবর! ৭৮ দিনের মাইনে বোনাস পাবেন এই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা

    প্রধানমন্ত্রীকে লেখআ আগের চিঠি জবাব পাননি বলে নয়া চিঠিতে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি মোদীর হস্তক্ষেপ দাবি করেন মমতা। তিনি লেখেন, ‘আমি অবিলম্বে আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং অনুরোধ করছি যাতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সরকার এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। বছরের পর বছর আমাদের রাজ্যের এই সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছাতে তা সাহায্য করবে।’

    Read More-Weather: ফের নিম্নচাপ! পুজোর মধ্যেই হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়

    মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি দুঃখের সাথে বলছি যে আপনাকে লেখা আমার আগের চিঠির জবাব এখনও কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি যে বিষয়গুলি উত্থাপন করেছি তা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে, এবং আমি অনুরোধ করব যে কেন্দ্র আর দেরি না করে কিছু গুরুতর পদক্ষেপ নেবে।’

    Read More-পুজোর আগে ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, জানুন নয়া দর

    ডিভিসির বিরুদ্ধে না বলে জল ছাড়ার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন, ‘এটা বুঝতে হবে যে এখানে কীভাবে বন্যা এল। নির্বাচনের দিন ১২টার সময় আচমকা না বলে ৮৯ হাজার কিউসেক জল ছাড়া হয় মাইথন ও পাঞ্চেত থেকে। এরপর ১টার মধ্যে ফের ছাড়া ১ লক্ষ কিউসেক দল। ৮টায় ১ লক্ষ ২৫ হাজার কিউসেক। মাঝরাতে মানুষ যখন ঘুমোচ্ছে, তখন এমন কাজ করে ডিভিসি। ডিভিসির এই বিষয়ে রাজ্যের সঙ্গে কথা বলা উচিত।’

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments