More
    HomeখবরDYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন।

    DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন।

    কোতলপুর, বাঁকুড়া:-  DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে ও মইদুল, বিদ্যুৎ, সুদীপ্ত, আনিস খুনের বিচারের দাবীতে, রাজ্য জুড়ে নারী ধর্ষণ ও নারী নির্যাতন এবং খুনের প্রতিবাদে, এছাড়াও ডিজেল-পেট্রোল-রান্নার গ্যাস, কেরোসিন তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক দাবি ও রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস তথা রাজ্য সরকার ও কেন্দ্রের শাসক দল সহ কেন্দ্রীয় সরকারের অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে এবং সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে, সবার পেতে ভাত চাই এই দাবিতে DYFI রাজ্য কমিটির আহ্বানে বাইক মিছিলের আয়োজন করা হয়েছিলো। এই মিছিল আজ সকালে শহীদ হওয়া DYFI কর্মী মইদুল মিদ্দা বাড়ি থেকে অর্থাৎ বাঁকুড়া জেলার কোতলপুরের চোরকলা গ্রাম থেকে শুরু হয়ে হাওড়া ময়দানে শেষ হয়।

    মিছিল শুরু হওয়ার আগে উক্ত সংগঠনের নেতৃত্বরা শহীদ হওয়া DYFI কর্মী মইদুলের মায়ের সাথে দেখা করে তারা কিছুটা পথ পা’য়ে হেটে মিছিল করেন। তারাপর শুরু হয় ঐতিহাসিক বাইক মিছিল, মাঝে মাঝে এই বাইক মিছিল থামিয়ে কোতলপুর শ্রীহরে, কোতলপুর মোড়ে ও আরামবাগ নেতাজী স্কোয়ারে সমাবেশ করেন তারা। অসংখ্য DYFI কর্মীরা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকের বাইক মিছিল ও সমাবেশে যোগদান করেন। আজকের এই বাইক মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অভয় মুখার্জী, সহ-সম্পাদক সায়নদীপ মিত্র ও সর্বভারতীয় নেতা হিমগ্নরাজ ভট্টাচার্য্য, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা ও রাজ্য নেতা কলোতান দাশগুপ্ত সহ একাধিক প্রাক্তন নেতৃত্ব ও অসংখ্য কর্মীরা।

    DYFI ১১তম সর্বভারতীয় সম্মেলন।

    MORE NEWS – দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি।

    Today Kolkata:- প্রায় দুই শতাধিক বছরের প্রাচীন শিব মন্দিরে দুঃসাহসিক চুরি। লোপাট সোনার হার থেকে শুরু করে প্রচুর সোনা রুপোর মুল্যবান প্রচুর অলঙ্কার। লোপাট প্রায় হাজার পঞ্চাশেক টাকা। এমনকি চুরি প্রাচীন বহু মূল্যবান বড় ঘন্টা। তীব্র উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়া এলাকার শিব মন্দির এলাকায়। ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকায় সম্প্রতি অন্তত চারটি মন্দিরে গয়না ও টাকা চুরি হল। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। এলাকাবাসী ও মন্দির কর্তৃপক্ষের দাবি, এলদল মাদকাসক্ত যুবকের দৌরাত্ম ক্রমেই বেড়ে চলেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments