More
    Homeঅনান্যEastern Railway উড়ালপুলের মেরামতের কারণে বন্ধ ট্রেন, হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী...

    Eastern Railway উড়ালপুলের মেরামতের কারণে বন্ধ ট্রেন, হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন বাতিল।

    Today Kolkata:- উড়ালপুলের মেরামতি কারণে রবিবার সারাদিন বন্ধ হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন। বর্ধমান রামপুরহাট শাখা এবং বর্ধমান আসানসোল শাখাতে ও লোকাল ট্রেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমনটাই জানা গেছে পূর্ব রেল (Eastern Railway) সূত্রে। শুধু রবিবারই নয় , সোম থেকে বুধবার পর্যন্ত হাওড়া-বর্ধমান (কর্ড এবং মেন দুইই), ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট (Rampurhat -Bardhaman) এই সব ক’টি শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল হাওড়া-বর্ধমান সব লোকাল ট্রেন। ওই সময় বন্ধ থাকবে ব্যান্ডেল-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবা।

    রেল (Indian Railways)জানিয়েছে , রবিবারের জন্য মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম চলবে। রেল (Indian Railways) সূত্রে খবর , সোমবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৬ জোড়া এবং মেন শাখায় ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। দুই শাখার একটিতেও কোনও স্পেশাল ট্রেন চলবে না। মঙ্গল ও বুধবারও হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ১০ জোড়া এবং মেন শাখায় ১০ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। তবে এই দু’দিন মেন শাখায় হাওড়া (Hawrah) থেকে শক্তিগড় (Shaktigarh)পর্যন্ত ১০ জোড়া আর কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম লোকাল চলবে।

    Eastern Railway উড়ালপুলের মেরামতের কারণে বন্ধ ট্রেন, হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন বাতিল।

    ”কারেন্ট’ না থাকলেও লিফ্‌ট উপরের তলায় নিয়ে যেতেই হবে”, নিয়োগ দুর্নীতি তদন্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির।

    Aditya Chopra ২৫ শতাংশ কমতে চলেছে পাঠানের টিকিট মূল্য, আচমকা কেন সিদ্ধান্ত নিলেন প্রযোজক আদিত্য?

    50 হাজার বছর পর পৃথিবীর খুব কাছ থেকে অতিক্রম করতে চলেছে ধুমকেতু।

    MORE NEWS – গোরু পাচার মামলায় ১১৫ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ, স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট।

    গরু পাচার মামলায় আরও ১১৫টি ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ। তার তথ্য আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে জমা দিল সিবিআই। তাদের দাবি, রাজ্যের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের জন্য জমা নেওয়া আধার কার্ড ব্যবহার করে ‘ভুয়ো’ অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে। শুক্রবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে (CBI Court) গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে তোলা হয়। এ দিন অনুব্রতের আইনজীবী সোমনাথ চট্টরাজ মক্কেলের জামিন চেয়ে আবেদন করেননি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments