More
    Homeঅনান্যEdul Aajha একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা অনুষ্ঠিত হবে।

    Edul Aajha একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা অনুষ্ঠিত হবে।

    Today Kolkata:- একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা (Edul Aajha) অনুষ্ঠিত হবে। আপনজনের সঙ্গে ইদ করতে ঢাকার মানুষ গ্রামের বাড়ির পথে ছুটে চলেছেন। প্রতিবছরই এমনটা ঘটে। আর ঢাকাবাসী যেন-তেনভাবে ঘরমুখী হতে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না। মানুষ জীবনের ঝুকি নিয়ে ট্রেন, বাস, ট্রাক, লঞ্চ ও স্পিডবোটে বাড়ি ফিরছে। পরিবারের সঙ্গে ইদ উদযাপন করতে রেলপথে যাত্রীর চাপ অনেক বেড়েছে। ছুটির দিন শুক্রবার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি অতিরিক্ত যাত্রীর চাপে বগির চাকার স্প্রিং ভেঙে ট্রেনটি বিকল হয়ে যায়। ট্রেনটি ক্ষতিগ্রস্ত হয়ে যমুনার ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে আটকা পড়ে। তবে মেরামত শেষে ৬ ঘণ্টা পর ট্রেনটি আবার চালু হয়।

    ইদের কারণে শুক্রবার সকালে ট্রেনে যাত্রীর সংখ্যা বেশি হওয়ায় সেতু পূর্ব রেলস্টেশনে এ কাণ্ড ঘটে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পদ্মাসেতু পাড়ি দিয়ে অন্য প্রান্তের বিভিন্ন স্থানগামী গণপরিবহনগুলোর চাপ বেড়েছে মাওয়া প্রান্তে। ফলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সৃষ্টি হয়েছে প্রায় দীর্ঘ চার কিলোমিটারের যানজট। মূলত ডিজিটাল পদ্ধতিতে টোল আদায় অকার্যকর থাকায় এই যানজট। এছাড়াও বাড়ি ফেরা হাজার হাজার মানুষের চাপ বেড়েছে ঢাকার প্রত্যেকটি বাস টার্মিনালে। যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে, তবে যাত্রীর তুলনায় নেই বাস। সময় মতো গাড়ি না আসায় সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে দেখা যায় নারী, শিশু এবং বৃদ্ধদের। বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেককেই পত্রিকা বা গামছা বিছিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেও দেখা যায় এ সময়। তবে ঢাকার যেসব বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে গন্তেব্যে ছুটে গেছে প্রত্যেকটি বাস যানজটে আটকে রয়েছে। এতে করে ঢাকার যাত্রীরা কোন বাস পাচ্ছে না।

    Edul Aajha একদিন পরই অর্থাৎ রবিবার বাংলাদেশে ইদুল আজহা অনুষ্ঠিত হবে।

    সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে।

    অপরদিকে সেই চিরচেনা রূপে ফিরেছে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের লঞ্চঘাটে ছুটে আসা, তাদের তোলার জন্য লঞ্চকর্মীদের হাঁক-ডাক, টিকিট পেতে চলছে যাত্রীদের দৌড়ঝাঁপ-ধাক্কাধাক্কি। অথচ গত ২৬ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর বদলে যায় সদরঘাটের স্বাভাবিক চিত্র। যাত্রী খরায় ভুগছিল লঞ্চগুলো। কিন্তু ঈদযাত্রার চতুর্থদিনে সদরঘাট ফিরে এসেছে তার চিরচেনা ব্যস্ততম চেহারায়। শুক্রবার সদরঘাট লঞ্চঘাটে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments