More
    HomeখবরElon Musk একি দশা ধনকুবের এলন মাস্কের! Twitter অফিসের ভাড়া মেটাতে নিলামে...

    Elon Musk একি দশা ধনকুবের এলন মাস্কের! Twitter অফিসের ভাড়া মেটাতে নিলামে তুলছেন অফিসের সরঞ্জাম।

    Today Kolkata:- এমন অবস্থা ভাবা যায় ? অন্য কেউ নয় , মার্কিন ধনকুবের এলন মাস্কের (Elon Musk) কার্যত ভিখারীর দশা। অবস্থা এমন যে এবার Twitter-এর হেড কোয়ার্টার তথা সান ফ্রান্সিসকোর অফিস থেকে বিভিন্ন জিনিস অনলাইনে নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এলন (Elon Musk)। নিজের অধিকাংশ সম্পত্তি এবং বাড়ি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন তিনি। এবার হাত পড়ল Twitter এর হেড কোয়ার্টারের জিনিসপত্র।

    Heritage Global Partners নামে একটি সংস্থা এই অনলাইন নিলামটি পরিচালনা করছে। এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে সে সব জিনিসপত্র। ন্যূনতম 25 ডলার দিয়ে অংশ নেওয়া যাচ্ছে নিলামে। খুব বেশিদিন হয়নি Twitter অধিগ্রহণ করেছেন এলন। এরই মধ্যে টুইটারের পলিসিতে একাধিক বদল এনেছেন তিনি। ছাঁটাই করা হয়েছে টুইটারের CEO পরাগ আগরওয়াল (Parag Aggarwal) সহ একাধিক শীর্ষ স্থানীয় টুইটার কর্মীকে। ছাঁটাই পর্ব মিটতে না মিটতে সংস্থার অর্থনৈতিক অবস্থা ফেরাতে নয়া পলিসি নিয়েছেন এলন (Elon Musk)।

    ব্যবহারকারীদের হ্যান্ডেল নেম অনলাইনে নিলামে তোলা হবে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। সেখান থেকেই নাকি ঢুকবে সংস্থার তহবিলে টাকা। এলনের (Elon Musk) সংস্থায় বিজ্ঞাপন দিতে আপত্তি জানিয়েছেন বহু বিজ্ঞাপনদাতা সংস্থা। যার জেরে টান পড়েছে সংস্থার অর্থ তহবিলে। সংস্থার নিয়ন Twitter বার্ড লাইটটি 22,500 ডলার দাম রাখা হয়েছে ওয়েবসাইটে। এখনও সেটি কেনার জন্য 10 ঘণ্টা সময় পাবেন ক্রেতারা। অ্যাট দ্য রেট (@)-র মতো দেখতে 190 সেন্টিমিটারের একটি প্ল্যান্টার ইতিমধ্যেই তুলে ফেলেছে 8,000 ডলার। নীল রঙের ওই পাখির স্ট্যাচুটির দাম রাখা হয়েছে 20,500 ডলার।

    Elon Musk একি দশা ধনকুবের এলন মাস্কের! Twitter অফিসের ভাড়া মেটাতে নিলামে তুলছেন অফিসের সরঞ্জাম।

    আসন্ন নির্বাচনের আগে চাঙ্গা চাই দলীয় কর্মীদের, বঙ্গ সফরের পেপটক জেপি নাড্ডার।

    নিলামে উঠেছে রান্নাঘরের বিভিন্ন জিনিস। তার মধ্যে রয়েছে দামী বেশ কয়েকটি La Marzocco espresso মেশিন, ফিজি ড্রিংক ফাউন্টেন থেকে শুরু করে আইস ডিসপেন্সার। এখানেই শেষ নয়, নিলামে উঠেছে একজোড়া Herman Miller কফি টেবল। যেটির দাম শুরু 2,200 ডলার থেকে। গত বছর ডিসেম্বরে মাস্ক জানিয়েছিলেন, ফুড সার্ভিসের পিছনে সংস্থার ব্যায় হয়েছে প্রায় 1 কোটি 30 লাখ ডলার। ইতিমধ্যেই সিঙ্গাপুর অফিসের সমস্ত কর্মীকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। রিমোটলি তাঁরা যাতে বাড়ি থেকেই সমস্ত কাজ করেন, এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। সব মিলিয়ে আর্থিক দুরবস্থা সামলাতে হিমশিম খাচ্ছেন টেসলা প্রধান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments