More
    Homeঅনান্যEx Education Minister রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন...

    Ex Education Minister রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন পার্থ৷

    Today Kolkata:- কথায় বলে, ‘মানুষ ভাবে এক আর ভগবান করেন আর এক’। বাস্তবে কথাগুলো অনেক ক্ষেত্রেই মিলে যায়। ঠিক যেমনটি মিলে যাচ্ছে প্রাক্তন শিক্ষামন্ত্রী (Ex Education Minister) পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে। কোটি কোটি টাকা রোজগার করেও আজ ঠাঁই জেলে। তাও আবার প্রথমদিন জেলে সাধারণ কয়েদিদের মতোই থাকতে হয়েছিল তাকে। ডাল রুটি সবজি খেয়ে কম্বল পেতে মেঝেতে ঘুমিয়েছিলেন রাতে। অবশেষে জেলে ঘুমনোর জন্য খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায়৷ শুক্রবার প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার পর পার্থকে রাখা হয়েছিল পয়লা বাইশ ওয়ার্ডের ২ নম্বর সেলে৷ কিন্ত সেলের ভেতর কোনও চেয়ার বা খাট কিছুই নেই। তবে শৌচাগারে ছিল কমোড৷ জেল সূত্রের খবর, স্থূলতার কারণেই মাটিতে বসা কষ্টকর পার্থর পক্ষে৷ অগত্যা রাতের বাকি সময়টুকু কমোডের ওপরে বসেই কাটাতে হয় একদা দোর্দণ্ডপ্রতাপ মন্ত্রীকে৷

    সকালে প্রাতঃরাশে চা এবং পাউরুটি খান তিনি৷ দুপুরে ভাত খাওয়া পছন্দ নয় পার্থর৷ তাই দুপুরেও চা-পাউরুটিই চেয়ে নেন তিনি৷ এরপর সকালে সেলের বাইরে এসে নিজের আইনজীবীর সঙ্গে দেখা করেন৷ এর কিছুক্ষণ বাদে জেলের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করতে আসেন৷ সেই সময় চিকিৎসকদের কাছে নিজের কষ্টের কথা জানান পার্থ। প্রায় কেঁদে দেওয়ার মতো অবস্থা তৈরি হয় তার। শুতে না পেরে সারা রাত জেগে কাটিয়েছেন তিনি। তাই তাকে খাট দেওয়ার জন্য কার্যত কাতর আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়৷ এর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কথা ভেবে চিকিৎসকদের পরামর্শেই তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেন জেল কর্তৃপক্ষ৷

    Ex Education Minister রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন পার্থ৷

    MORE NEWS – অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিকে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (SSC recruitment notification) জারি করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আদালতের নির্দেশ মেনে ১১ হাজার চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে ওই নোটিসে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে নোটিশ জারি করে এসএসসি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে নথি ‘আপলোড’ করা যাবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments