More
    Homeতথ্য প্রযুক্তিভারতের কম্পিউটারে চিনা হ্যাকারদের নজরের আশঙ্কা, সতর্ক সরকার।

    ভারতের কম্পিউটারে চিনা হ্যাকারদের নজরের আশঙ্কা, সতর্ক সরকার।

    Today Kolkata:- ভারতের চিনা সাইবার হ্যাকারদের হাত ক্রমশ বাড়ছে। এবার ভারতে কম্পিউটার গুলোর দিকে তাদের নজর বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রকগুলিতে কর্মরতদের তাই সতর্ক করল সরকার। অগ্রিম সতর্কতা হিসেবে কেন্দ্রীয় মন্ত্রকের কর্মী এবং পাবলিক সেক্টর ইউনিটের (পিএসইউ) সব কর্মচারীকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে কাজের ক্ষেত্রেও কিছু নিয়ম যেমন- কাজ শেষে কম্পিউটার সব সময় বন্ধ করা, জিমেল থেকে কাজের পর লগ আউট করা বা যে কোনও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঘনঘন পরিবর্তন করা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কড়া শাস্তি পেতে হবে বলে জানানো হয়েছে।

    উল্লেখ্য, সাম্প্রতিককালে ব্যাঙ্ক, বিদ্যুৎ দফতর-সহ নানা জায়গায় সাইবার হানার চেষ্টা হয়েছে। তবে সব ক্ষেত্রেই দুষ্কৃতীদের পরিকল্পনা বানচাল করতে সক্ষম হয়েছেন দেশের সাইবার বিশেষজ্ঞরা। এক মাত্র এইমসের ক্ষেত্রেই বিপদ হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের দাবি, এই হানাগুলির বেশিরভাগই হয়েছে চিন থেকে। তাই এবার সরকারি কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল বা নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। সেগুলি কড়া ভাবে মেনে চলা হচ্ছে কি না, তার উপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

    ভারতের কম্পিউটারে চিনা হ্যাকারদের নজরের আশঙ্কা, সতর্ক সরকার।

    শেষবার স্বামীকে দেখেনে’, লালনের স্ত্রীকে সোমবার হুমকি ও ৫০ লাখ টাকা চায় সিবিআই! দাবি পরিবারের

    চিংড়িহাটার ঘটনায় আহতদের ১ লক্ষ থেকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর।

    শুটিং সেটে দুর্ঘটনা , দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির শুটিং চলাকালীন মৃত্যু স্টান্টম্যানের।

    দেশের জন্য কেন্দ্রের পাশে আছে বাংলা, জি-২০ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে প্রতিশ্রুতি মমতার।

    MORE NEWS – মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে’, টেটের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষপ্রকাশ বিচারপতির।

    মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’’ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (টেট)-র ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার সন্তোষপ্রকাশ করে এই কথাই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর প্রতিক্ষার পর অবশেষে চলতি বছর ১১ ডিসেম্বর রবিবার ছিল টেট। কড়া নিরাপত্তায় নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পরীক্ষা। প্রাথমিক শিক্ষা পর্ষদ পরীক্ষার জন্য যে ব্যবস্থাপনা করেছিল, তা নিয়ে এদিন সন্তোষপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিকের একটি মামলা চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘টেট হওয়ার পর কার্বন কপি দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে কাজ ভাল হচ্ছে।’’ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments