More
    Homeঅনান্যFirhad Hakim দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, সাফল্যের দাবি ফিরহাদের।

    Firhad Hakim দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, সাফল্যের দাবি ফিরহাদের।

    Today Kolkata:- পুজোকে সামনে রেখে বিভিন্ন মাধ্যমে আয় বাড়ে। এবছর সেই ফর্মুলাতেই উপচে পড়েছে বাংলার কোষাগার। দুর্গাপুজোকে কেন্দ্র করে আর্থিক উন্নতির জোয়ার শুরু হয়েছে রাজ্যে। আগামী দিনে রাজ্যের অর্থনীতি আমূল পরিবর্তন হতে চলেছে। শনিবার রেড রোডে কার্নিভাল মঞ্চ থেকে একরাশ আশা নিয়ে এমনটাই দাবি করেন কলকাতার মেয়র তথা রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এদিন কার্নিভাল শেষে আশার সঙ্গে তিনি জানান, ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে৷ ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। এ বছর দুর্গোৎসবে প্রায় ৫০ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই পরিমাণ প্রায় এক লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে তাঁর দাবি। যা পর্যটনের হাত ধরেই আসবে। উল্লেখ্য, গত বছর এই অঙ্কটা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা।

    এই পরিসংখ্যান বেশ প্রশংসনীয় বলেই মনে করছে শিল্পমহল। ফোরাম ফর দুর্গোৎসবের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবছর দুর্গাপুজোকে ইউনেস্কোর তরফে কালচারাল হেরিটেজের বিশেষ স্বীকৃতি দানের কারণেই এই লক্ষ্মীলাভ। সেই সঙ্গে মঞ্চ থেকেই বিরোধীদের উদ্দেশ্যে বার্তাও দেন ফিরহাদ। কার্নিভাল নিয়ে তারা যতই সমালোচনা করুক, দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি যে ঘুরে দাঁড়াবে তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। এবার দুর্গাপুজোয় দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রচুর মানুষ এসেছেন কলকাতায়। এই উৎসবকে ঘিরে পর্যটকদের আগ্রহ ক্রমশই বাড়ছে। ফিরহাদের কথায়, এ বছর দুর্গাপুজোতে কলকাতায় আসা বিদেশি পর্যটকরা মুগ্ধ। তাঁরা জানিয়েছেন, আর্ট এবং কালচারের এত বড় শো তাঁরা আগে দেখেননি। পৃথিবীর সবচেয়ে বড় শিল্প এবং সংস্কৃতির শো বাংলার কার্নিভাল।

    Firhad Hakim দুর্গাপুজোয় ৫০ হাজার কোটি টাকার বেশি লেনদেন, সাফল্যের দাবি ফিরহাদের।

    MORE NEWS – টার্গেট ছিল অয়নের মোবাইল হাতিয়ে নেওয়া, পরিকল্পনা করেই কি খুন?

    হরিদেবপুরের যুবক অয়ন মণ্ডলের খুনের কিনারায় নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্যের সন্ধান পাচ্ছেন তদন্তকারীরা। এই খুন পূর্ব পরিকল্পিত কিনা, ইতিমধ্যেই তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। সূত্রের খবর, নিহত অয়নের মোবাইল ফোন হাতিয়ে নেওয়াই ছিল অভিযুক্তদের টার্গেট। এর কারণ হিসেবে দাবি করা হয়েছে, ওই মোবাইলে ছিল অয়নের বান্ধবী ও তার মায়ের সঙ্গে থাকা ঘনিষ্ঠ মূহুর্তের ভিডিও। যা নিয়েই গত কয়েক মাস ধরেই ঝামেলা চলছিল। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments