More
    Homeঅনান্যGanga সৎকারে গঙ্গার তলিয়ে পাঁচ, নিখোঁজ তিন।

    Ganga সৎকারে গঙ্গার তলিয়ে পাঁচ, নিখোঁজ তিন।

    Today Kolkata:- পরিজনের শেষকৃত্যে যোগ দিতে এসে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা গঙ্গায় (Ganga) তলিয়ে গেলেন পাঁচ যুবক। দু’‌জনকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন এখনও নিখোঁজ। তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নিমতলা নতুন শ্মশানঘাটে। নিখোঁজদের প্রত্যেকের বাড়ি কলকাতার নারকেলডাঙা এলাকায়৷ পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে নিমতলা শ্মশানে নারকেলডাঙা এলাকার এক বাসিন্দার দেহ সৎকার করতে আসেন পরিবার ও পরিচিতরা। তাঁদের সঙ্গে আসা কয়েকজন যুবক গঙ্গার ধারে বসেছিলেন। এদিকে গঙ্গায় বান আসায় রাত দশটার পর গঙ্গার ঘাট থেকে তাদের উঠে আসার জন্য বলেন কর্তব্যরত পুলিশ কর্মীরা৷ অভিযোগ, বাকিরা উঠে এলেও পাঁচ জন যুবক কর্ণপাত করেননি। কিছুক্ষণের মধ্যেই বানের জেরে গঙ্গার জলস্তর বাড়তে থাকে।

    প্রবল স্রোতে ভেসে যায় ওই পাঁচ যুবক৷ স্থানীয় বাসিন্দাদের তৎপরতাতেই তাঁদের মধ্যে দু’ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাকি তিন জনের খোঁজ মেলেনি৷ জানা গিয়েছে, নিখোঁজরা হলেন দীপক যাদব, ভিকি সিং এবং সন্তোষ সোনকার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বন্দর থানার পুলিশ ও কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ ওই রাতেই গঙ্গায় ডুবুরি নামিয়ে শুরু হয় তল্লাশি। কিন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ যুবকদের খোঁজ মেলেনি৷ উত্তর বন্দর থানার পুলিশের দাবি, নিয়ম মেনেই বান আসবে বলে সতর্কতামূলক প্রচার চালানো হয়েছিল৷ তার পরেও ওই যুবকরা কোনও তোয়াক্কা করেনি। যার পরিণতি এই দুর্ঘটনা৷

    Ganga সৎকারে গঙ্গার তলিয়ে পাঁচ, নিখোঁজ তিন।

    Manik Bhattachariya রাতভর জেরার পর গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য

    MORE NEWS – বছরে দু’বার নিয়োগ! ‘টেট’ নিয়ে বড়সড় ঘোষণা পর্ষদ সভাপতির।

    টেট উত্তীর্ণদের জন্য সুখবর। এখন থেকে প্রাইমারিতে বছরে দু’বার শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট পরীক্ষা নিয়ে একাধিক তথ্য দিলেন তিনি।এদিন বৈঠকে তিনি বলেন, “আমি চাইব এই বছরের মধ্যেই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হোক। জানুয়ারি মাসে ফের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।” অসন্তোষ প্রকাশ করে এও জানিয়েছেন, টেট নিয়ে ভুল বার্তা ছড়াচ্ছে। এই সংক্রান্ত অনেক ইস্যু বিচারাধীন রয়েছে। ২০১৬ সালের নিয়ম অনুযায়ী নিয়োগ করা হবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments