More
    Homeতথ্য প্রযুক্তিGoogle নিয়ে এল Android 12 আপডেট, এক নজরে দেখে নিন ফিচারগুলি

    Google নিয়ে এল Android 12 আপডেট, এক নজরে দেখে নিন ফিচারগুলি

    দীর্ঘ অপেক্ষার অবসানের পর Google বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডের সেরা আকর্ষণ Pixel 6 সিরিজ স্মার্টফোন। সেই সঙ্গে Google সামনে এনেছে Android 12 মোবাইল অপারেটিং সিস্টেম। Google জানিয়েছে Pixel 3 ফোনেও Android 12 আপডেট করা যাবে। এক নজরে দেখে নেওয়া যাক Android 12-এর সেরা ফিচারগুলি।

    Google নিয়ে এল Android 12 আপডেট, এক নজরে দেখে নিন ফিচারগুলি

    Read More-দীপাবলিতে রাজ্যে বাজি ফাটানো যাবে ২ ঘণ্টার জন্য: দূষণ নিয়ন্ত্রণ বোর্ড

    ১. Android 12 অপারেটিং সিস্টেমে ইউজাররা তাদের ফোনের ওয়ালপেপার পরিবর্তন করলে এক দারুণ নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এই মুহূর্তে পিক্সেল স্মার্টফোনে এই ফিচার চালু হলেও অন্যান্য ফোনে খুব শীঘ্রই এই ফিচার নিয়ে আসা হবে।

    ২. Android 12 ইউজাররা একসঙ্গে অনেকগুলি নতুন এবং রিফ্রেশড উইজেটের সুবিধা পাবেন। যে অ্যাপগুলি রয়েছে তাদের হোমস্ক্রিনে।

    ৩. Android 12 ইউজাররা তাদের ফোনের স্ক্রিন অ্যাডজাস্ট করতে পারবেন এর ফলে দিনে অথবা রাত্রে কখনওই দেখতে অসুবিধা হবে না ডিসপ্লে। এই অপারেটিং সিস্টেমে রয়েছে নতুন ভিসিবিলিটি ফিচার। ইউজাররা তাদের নিজেদের সুবিধা মতো ফোনের স্ক্রিন অ্যাডজাস্ট করতে পারবেন।

    ৪. Android 12 ইউজাররা তাদের ফোনের অ্যাপের অ্যাকসেস লোকেশন সিলেক্ট করতে পারবেন।

    ৫. Android 12 ইউজাররা কোন অ্যাপকে মাইক্রোফোন এবং ক্যামেরার অ্যাকসেস না দিয়ে তা বন্ধ করে দিতে পারেন।

    ৬. নতুন ব্লুটুথ পারমিশনের সুবিধা মিলবে Android 12 অপারেটিং সিস্টেমে। এর ফলে অন্য কোনও ডিভাইজে কানেক্ট করার সময় ইউজারদের লোকেশন শেয়ার করার প্রয়োজন পড়বে না।

    ৭. স্পেস তাদের সুবিধা মত খালি করতে পারবেন Android 12 ইউজাররা। অব্যবহৃত অ্যাপ রিসেট করতে পারবেন এবং ক্যাশে ফাইল ইউজাররা চাইলে সরিয়ে দিতে পারবেন।

    ৮. Android 12 ইউজাররা নতুন স্ক্রলিং স্ক্রিনশটের সুবিধা পাবেন।

    ৯. ইউজাররা কোনও গেম ডাউনলোড সম্পূর্ণ হওয়ার আগে থেকেই সেটি খেলা শুরু করতে পারেন।

    ১০. Android 12 ইউজাররা খুব সহজেই ফাইল শেয়ার করতে পারবেন।

    ১১. ক্যালকুলেটার ফিচারের ক্ষেত্রেও এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হবেন Android 12 ইউজাররা।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments